scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: 'নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে', মমতাকে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh: 'নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে', মমতাকে কটাক্ষ দিলীপের

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন আবার গ্রীনিস বুকে নাম উঠতে চলেছে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি একদিনে ৫০০ পুজো উদ্বোধন করেছেন। সেই কারণেই নাম উঠবে তাঁর। মমতার ঢাক বাজানো প্রসঙ্গে তিনি বলেন, এখন আর কেউ বাজাচ্ছে না, তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। ভারতীয় হিন্দুই হবে সারা বিশ্বে মানবতার রোল মডেল, মোহন ভগবতের এই বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ভাগবত একদম ঠিক বলেছেন। দুনিয়াতে এখন আদর্শবাদের ক্রাইসিস সহনশীলতার ক্রাইসিস, উদারতার ক্রাইসিস যেটা আমাদের পূর্বপুরুষরা চিরদিন করে এসেছেন, দেখিয়ে এসেছেন। সেই জন্য বিশ্ব যখনই বিভিন্ন সময়ে সংকটে পড়েছে, আর্থিক, রাজনৈতিক সবরকম সংকটের মাঝেই ভারত এগিয়েছে।

Dilip Ghosh attacks Mamata Banerjee

Advertisement