বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘণীভূত। আর সেটার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও হবে। যার জন্য জারি করা হয়েছে সতর্কতা। হাওয়া অফিস বলছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে ওই এলাকার উপরেই একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। যা আগামীতে আরও শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড বরাবর পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। অন্যদিকে, দিঘার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে।
Weather Update of West Bengal