scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee On CAA: ‘সাহস থাকলে আগে করতেন, লোকসভা ভোটের আগে কেন ?’, CAA নিয়ে প্রশ্ন মমতার

Mamata Banerjee On CAA: ‘সাহস থাকলে আগে করতেন, লোকসভা ভোটের আগে কেন ?’, CAA নিয়ে প্রশ্ন মমতার

লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে লাগু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন। এমনকি কলকাতায় সভা করতে এসেও এই নিয়ে আশ্বাসবাণী দিয়েছিলেন শাহ। এই নিয়ে সোমবারই ঐতিহাসিক পদক্ষেপ নিল মোদী সরকার। সোমবার সন্ধ্যায় এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার আগেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মমতা স্পষ্ট বলেন, যদি কোনও বৈষম্য হয় সে জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য, বর্ণ বৈষম্য বা লিঙ্গ বৈষম্য হোক, আমরা চাই না।

Advertisement