দক্ষিণবঙ্গের আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদিও বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর সঙ্গে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি ও সর্বোনিন্ম 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে উপরের পাঁচটি জেলা যেমন- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 9 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরো একটু বাড়বে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
west bengal kolkata weather update and Monsoon forecast.