বাংলার দরজায় দুর্যোগ কড়া নেড়েই চলেছে। ফের নিন্মচাপ চোখ রাঙাচ্ছে। আর এই নিন্মচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা ক্রমশ ছত্রিশগড় ও মধ্যপ্রদেশের দিকে অভিমুখ করে এগোচ্ছে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, শাহজাহানপুর, লখনৌ, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ এর ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এইসবের প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। নিম্নচাপের ফলে যাওয়া জলীয়বাষ্প আর্দ্রতা জনিত অস্বস্তির কারণ হবে।
West Bengal Weather Update