scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

প্রেমের আগে সাবধান হন, সম্পর্কে প্রতারণা করেন এই ৬ ধরনের পুরুষ

Relationship
  • 1/9

সম্পর্কের বিত হল আস্থা ও বিশ্বাস। কিন্তু  ভালোবাসার সম্পর্কগুলোর মধ্যে যখনই এর অভাব দেখা দেয়, তখনই যেন গভীরতা কমতে থাকে। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কটি ভেঙে যেতে পারে তাসের ঘরের মত। 
 

Relationship
  • 2/9


জানেন কি, শুধুমাত্র সন্দেহ প্রবণতার জন্য  ভেঙে যেতে দেখা যায় অসংখ্য ভালোবাসার বন্ধন। আর এতে কখনোবা দায়ী থাকেন প্রেমিক আবার কখনো  প্রেমিকা। ফলে সম্পর্কে কে প্রতারণা করবে আর কে করবে না তা বোঝা সহজ কাজ নয়। তবে সাইকোলজিস্টরা বলেন, কয়েক ধরনের পুরুষ আছে যাদের মধ্যে প্রতারণার প্রবণতা বেশি দেখা গেছে।
 

Relationship
  • 3/9

বিশেষজ্ঞরা গবেষণা চালিয়েছিলে পুরুষদের প্রতারণা করার প্রবণতার উপরে। সম্প্রতি বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী এমনই ৬ ধরনের পুরুষের কথা উঠে এসেছে, যাদের মধ্যে রয়েছে প্রতারণা করার প্রবল সম্ভাবনা। তাই সিরিয়াস সম্পর্কে জড়ানোর আগেই এই ৬ ধরণের পুরুষ সম্পর্কে সাবধান থাকুন। 

Advertisement
Relationship
  • 4/9


 মনের টান নেই এমন পুরুষের থেকে সাবধান থাকুন 
প্রেমিকের এক কথাতেই প্রেমিকারা হয়তো বিগলিত হয়ে পড়েন। সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত থাকেন। ছেলেটিও তার ভাবভঙ্গিতে সঙ্গিনীর প্রতি দারুণ আন্তরিকতা প্রকাশ করেন। কিন্তু বিষয়টি যখন মনের টানের ক্ষেত্রে আসে, তখন ছেলেটি তা মোটেও অনুভব করেন না। দৈহিক সম্পর্কের ক্ষেত্রে হয়তো ছেলেটি আন্তরিক, কিন্তু সঙ্গিনীর মানসিক সমস্যা বা অন্য কোনো সমস্যার ক্ষেত্রে তাকে পুরোপুরি উদাসীন দেখা যায়। এমন ছেলেদের হাতে প্রতারিত হওয়ার আগে সাবধান হন।
 

Relationship
  • 5/9

সব বিষয়ে রহস্যে মোড়া
হয়তো চরিত্রের রহস্যময়তা দেখেই আপনি তাঁর প্রেমে পড়েছিলেন। কিন্তু তিনি যদি সব ব্যাপারেই গোপনীয়তা রক্ষা করে চলেন, তবে তাকে  বিশ্বাস করার আগে সাবধান হন। কারণ এমন গোপন থাকার স্বভাব প্রতারণার প্রথম লক্ষণ। তবে তার চরিত্রে সঙ্গিনীর বিষয়ে ভালোবাসার প্রকাশের কোনো কমতি হয়তো থাকে না। কিন্তু লুকোচুরি স্বভাবের পুরুষরা প্রতারণায় পারদর্শী হন।  তারা প্রেমিকার সঙ্গে প্রতারণা করে থাকেন। 
 

Relationship
  • 6/9

সম্পর্ক গোপন রাখার প্রবণতা
আপনাদের সম্পর্ক হয়তো মাখোমাখো, দু'জনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন কিন্তু কিছুতেই সেই সম্পর্কের কথা প্রকাশ করতে চাইছেন না আপনার সঙ্গী। তিনি তার বন্ধু বা স্বজনের সঙ্গে কখনো আপনার পরিচয় করিয়ে দেন না। পরিচিত কাউকে দেখলে চট করে প্রেমিকাকে নিয়ে আড়ালে চলে যান। ফেসবুকে তিনি নিজের সিঙ্গেল স্ট্যাটাস দিয়ে থাকেন। এদের মধ্যেও প্রতারকের স্বভাব স্পষ্ট। তাই সিরিয়াস হওয়ার আগে ভেবে দেখুন।

Relationship
  • 7/9

সঙ্গিনীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা
কী করছেন, কার সঙ্গে কথা বলছেন, কী পোশাক পরবেন? সবতেই কি আপনার সঙ্গী নাক গলাচ্ছেন? কারণ, এ ধরনের ছেলেরা সঙ্গিনীকে নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন। তিনি নিজের বিষয়ে কোনো তথ্য দিতে চান না। কিন্তু সঙ্গিনীর যাবতীয় তথ্য নিতে ওস্তাদ। বাইরে কোথায় অবস্থান করছেন তা কখনো প্রেমিকাকে জানাতে চান না। এরাও প্রতারক পুরুষদের দলেই পড়েন।

Advertisement
Relationship
  • 8/9

মায়ের সঙ্গে ছেলের সম্পর্কের দিকে নজর রাখুন
দারুণ মা-ভক্ত ছেলেদের সাধারণত বিরক্তির চোখেই দেখেন মেয়েরা। তারা নাকি ছিঁচকাঁদুনে হয়ে থাকেন। কিন্তু গবেষণায় দেখা গেছে, যে সকল পুরুষ একেবারেই মা-ভক্ত নন, তাদের মধ্যে প্রতারণার স্বভাব প্রবল। সাধারণ অর্থেই বোঝা যায়, অতি প্রিয় মানুষের সংস্পর্শে এরা বেশিক্ষণ থাকতে পছন্দ করেন না। কাজেই প্রেয়সীর কাছে কীভাবে থাকবেন?
 

Relationship
  • 9/9

ভুলো মনের প্রেমিক
হয়তো দুজন মিলে কোনো রেস্তোরাঁয় ডিনারের পরিকল্পনা করেছেন। কিন্তু ছেলেটার কাজ পড়ে গেল। সমস্যা হলো, পরিকল্পনা ক্যানসেলের  বিষয়টি তিনি সঙ্গিনীকে জানানোর কথা বেমালুম ভুলে গেলেন। পরে দেখা হলে অতি আন্তরিকতার সঙ্গে দুঃখ প্রকাশ হয়তো করলেন। একই ঘটনা শপিংয়ে যাওয়া বা ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও হামেশাই করে থাকেন তিনি। এমন স্বভাবের ছেলেদের থেকে প্রতারিত হওয়ার আগে সাবধান হন।।
 

Advertisement