scorecardresearch
 

Wedding Gift Ideas: বিয়েবাড়ির নেমন্তন্ন, গিফট ভেবে পাচ্ছেন না? রইল ৮টি পকেটসই আইডিয়া

বিয়ের মরসুমে নিমন্ত্রণ পেতে কার না ভাল লাগে। কিন্তু উপহার দিতে গিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • বিয়ের মরসুমে নিমন্ত্রণ পেতে কার না ভাল লাগে। কিন্তু উপহার দিতে গিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান।
  • অন্যদের থেকে কিছুটা আলাদা, সুন্দর উপহার কী হতে পারে, তাই নিয়ে ভাবতে বসেন। আবার একইসঙ্গে বাজেটের কথাও মাথায় রাখতে হয়।
  • সব মিলিয়ে বিয়েবাড়িতে কী উপহার দেবেন, তা স্থির করা বেশ জটিল একটি বিষয় বলা যেতে পারে। 

বিয়ের মরসুমে নিমন্ত্রণ পেতে কার না ভাল লাগে। কিন্তু উপহার দিতে গিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। অন্যদের থেকে কিছুটা আলাদা, সুন্দর উপহার কী হতে পারে, তাই নিয়ে ভাবতে বসেন। আবার একইসঙ্গে বাজেটের কথাও মাথায় রাখতে হয়। সব মিলিয়ে বিয়েবাড়িতে কী উপহার দেবেন, তা স্থির করা বেশ জটিল একটি বিষয় বলা যেতে পারে। 

তবে চিন্তা নেই। আপনাকে সমাধান দেবে এই প্রতিবেদন। এই নিয়মগুলি মেনে গিফট দিলে তা প্রাপকের পছন্দ হবেই। শুধু তাই নয়, আপনার বাজেটের মধ্যেও হবে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, ঠিক কোন ফর্মুলায় উপহার বেছে নেবেন।

১. প্রথমেই কাকে উপহার দিচ্ছেন, সেটি নিয়ে ভাবুন। তাঁর সঙ্গে আপনার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটা বিচার করুন। সেই অনুযায়ী আপনার বাজেট স্থির হবে। 

আরও পড়ুন

২. এরপরই তাঁর পছন্দ-অপছন্দের বিষয়ে বোঝার চেষ্টা করুন। যাঁকে দিচ্ছেন, তাঁর পছন্দ না হলে কিন্তু পুরোটাই লস! 

৩. ধরুন আপনার কোনও বন্ধু শিল্পপ্রেমী। এমন কাউকে আঁকা ছবি, ভাস্কর্য্য উপহার দিলে তিনি সবচেয়ে খুশি হবেন। নিজে হাতেও এঁকে দিতে পারেন। 

৪. আবার ধরুন আপনার কোনও আত্মীয়ার বাগানের শখ। তাঁকে বাগান করার সরঞ্জাম উপহার দিতে পারেন। কোনও শৌখিন ইন্ডোর প্ল্যান্ট দিতে পারেন।

৫. রান্না করতে ভালবাসেন, এমন কাউকে মশলা রাখার সেট, ছুরির সেট, কড়াই ইত্যাদি দিতে পারেন। 

৬. খেতে ভালবাসেন, এমন কাউকে স্বাস্থ্যকর খাবারের প্যাকেজ দিন। যেমন, একটি বাক্সে ড্রাই ফ্রুটস, ইনস্ট্যান্ট পপকর্ন, চিজ, ডাইজেস্টিভ কুকিজ, বেকড চিপস উপহার দিতে পারেন। 

৭.শারীরিক কসরত, জিম করেন, এমন কাউকে জিমের পোশাক, রিস্ট ব্যান্ড, হেয়ার ব্যান্ড, স্মার্ট ওয়াচ, প্রোটিন শেকারের গ্লাস উপহার দিতে পারেন। 

Advertisement

৮. সাজতে ভালবাসেন এমন কাউকে ঝুমকো দুল, ঘড়ি, পারফিউম, হাতে বানানো কার্ড, ফুল, রোদ চশমা, ব্যাগ দিতে পারেন।

Advertisement