ডেটিংয়ে যাওয়ার কথা মাথায় এলেই ভাল হোটেল বা রেস্তোরাঁর কথাই আগে ভাবতে হয়। কোনও ভাল রেস্তোরাঁর সুন্দর পরিবেশে রসনার তৃপ্তির পাশাপাশি দুটো মনের কথাও বলে ফেলা যায়। রেস্তোরাঁর সুন্দর পরিবেশ আর দারুন স্বাদের খাবারে মন ভাল হয়ে গেলে অনায়াসেই তখন মনের কথা সেরে ফেলা যায়। এমনটাই মনে করেন অধিকাংশ পুরুষ। ছেলেদের ধারণারই সুযোগ নিয়ে স্রেফ ফ্রি-তে খাবেন বলে ডেটিংয়ে চলে যান প্রায় এক তৃতীয়াংশ মহিলা! অবিশ্বাস্য এবং অদ্ভুত মনে হলেও এমনই তথ্য মিলেছে একটি সমীক্ষায়।
সোসাইটি ফর পারসোনালিটি এন্ড সোশ্যাল সাইকোলজি (Society for Personality and Social Psychology) নামের পত্রিকায় প্রকাশিত এই সমীক্ষায় সাড়ে তিনশোরও (৩৫৭ জন) বেশি মহিলাদের মতামতের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
আমেরিকার ক্যালিফোর্নিয়ার অ্যাজুসা প্যাসিফিক ইউনিভার্সিটির (Azusa Pacific University) একদল গবেষক এই সমীক্ষাটি চলিয়েছিলেন। এই সমীক্ষায় ১৮ বছর থেকে ৪৮ বছর— বিভিন্ন বয়সী মহিলাদের মতামতই নেওয়া হয়েছিল আর তাতেই দেখা গিয়েছে এর মধ্যে অন্তত ৩৩ শতাংশ মহিলা শুধুমাত্র ফ্রি-তে ভাল-মন্দ খেতেই ডেটিংয়ে চলে যান বা যেতে রাজি হয়ে যান! মার্কিন গবেষকরা এই ধরনের ডেটিংয়ের নাম দিয়েছেন ‘ফুডি কল’।
এই সমীক্ষার রিপোর্ট বলছে, ডেটিংয়ের ছলনায় এই ‘ফুডি কল’ আসলে বিনা পয়সায় পছন্দসই খাবারদাবার খাওয়ারের এক অদম্য আকর্ষণ যার টানে বিশ্বের প্রায় ৩৩ শতাংশ মহিলাই ডেটে চলে যান বা যেতে রাজি হয়ে যান! এই কারণেই অনেক ডেটিংয়েই ব্যর্থতার সম্মুখীন হতে হয় ছেলেদের। তবুও পছন্দের মহিলাটির মন জয় করার চেষ্টায় অনেক পুরুষই একাধিকবার ডিনার ডেটে গিয়ে গ্যাটের কড়ি খরচ করে আসেন।
তবে সব লাঞ্চ বা ডিনার ডেটই যে বৃথা যায়, তা কিন্তু নয়! তবে এই সমীক্ষার রিপোর্ট সামনে আসার পর নামী রেস্তোরাঁর দামি পদে পছন্দের মহিলাটির মন ভোলানের চেষ্টা করার আগে অন্তত একবার নিশ্চয়ই ভাববেন পুরুষরা। কি তাই তো!