scorecardresearch
 

Adenovirus Precautions Tips: অ্যাডিনো ভাইরাস থেকে বাচ্চাদের বাঁচাবেন কীভাবে? টিপস মমতার

২টি শিশুর মধ্যে মৃত্যুর মধ্যে দুটি শিশুর অ্যাডিনো ভাইরাস হয়েছিল। বাকিদের কোমর্বিডিটি ছিল। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
অ্যাডিনো ভাইরাসের মোকাবিলায় মমতা। অ্যাডিনো ভাইরাসের মোকাবিলায় মমতা।
হাইলাইটস
  • ২টি শিশুর মধ্যে মৃত্যুর মধ্যে দুটি শিশুর অ্যাডিনো ভাইরাস হয়েছিল।
  • বাচ্চাদের নিয়ে ঘরের বাইরে না বেরোতে পরামর্শ মমতার।

অ্যাডিনো ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি জানিয়ে দিলেন,১২টি শিশুর মধ্যে মৃত্যুর মধ্যে দুটি শিশুর অ্যাডিনো ভাইরাস হয়েছিল। বাকিদের কোমর্বিডিটি ছিল। তাঁর কথায়,'৫ হাজার বেড আমাদের তৈরি। ৬০০ শিশু চিকিৎসক রয়েছে। করোনা যেহেতু প্যানিক হয়ে গিয়েছে তাই উদ্বেগ বেড়েছে।' 

অ্যাডিনোর মোকাবিলায় একগুচ্ছ পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন-

- করোনা প্যানিক হয়ে গিয়েছে। এই সময়ে বাচ্চাদের টাইফয়েড হয়। হাম হয়। সর্দিকাশি হয়। তাই আতঙ্কিত হবেন না। 

- ২ বছর বয়সের মধ্যে শিশুদের এই সমস্যা দেখা যাচ্ছে। তারা মাস্ক পরতে পারে না। তাই ঘরে রাখুন।   

- ভয় পাবেন না। ৫ হাজার বেড আমাদের ৬০০ শিশু চিকিৎসক তৈরি।

- বাচ্চা জন্মায় যখন, ওজন কম হলে, ওদের প্রতিরোধ ক্ষমতা থাকে না। তাদের জন্য আমরা ২৫০০ বেড করেছি। এখন বাচ্চাদের অনেক যত্ন করা হয়। এসএনসিইউ প্রায় ২৫০০ আছে। এসএনএসইউ আছে ৪-৫ হাজার। আরও ছোট্ট বাচ্চাদের পিকু, নিকু অনেক আছে। প্যানিক করছেন অনেকে। মানুষ ভয় পাচ্ছেন। এতে প্রাইভেট হাসপাতালগুলো ব্যবসা করার সুযোগও পায়।

- আমি একবার ভেবেছিলাম প্রাথমিক স্কুলগুলি ছুটি দিয়ে দেব কি না। কাগজগুলো যে নেগেটিভ লিখছে! পরিবার তো কাঁদবেই। প্রতিটি ঘটনাই মর্মান্তিক। সব শিশুকেই বাঁচাতে পারলে ভালো হত।
 
-  কাগজে লেখালিখির ফলে সমস্যা হচ্ছে। ছোট বাচ্চাকে রেফার করে দিচ্ছে কলকাতায়। মালদা, মুর্শিদাবাদ থেকে আসতে ৫-৬ ঘণ্টা লাগছে। ওখানেই মরে যাচ্ছে। টেলি মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে। কনসাল্ট করুন ওই মুহূর্তে কী দেওয়া উচিত।

-আগে এর থেকে বেশি সদ্যোজাত মারা যেত। আগে হাসপাতালে কোনও ব্যবস্থা ছিল না। এখন সব হাসপাতালেই কোনও না কোনও ব্যবস্থা আছে। 

Advertisement

- বাংলায় কিছু দেখলেই অলওয়েজ নেগেটিভ। বলুন না মায়েদের আরেকটু যত্নবান হতে। মা তো যত্নবানই, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলুন না,এক্সপার্টদের ওপিনিয়ন নিন না!

- সারাদিন খোলা থাকবে হেল্পলাইন নম্বর। যোগাযোগ করুন ১৮০০৩১৩৪৪৪২২। 

আরও পড়ুন- '২টো অ্যাডেনোভাইরাস, ১০টা কেস সম্ভবত কো-মর্বিডিটি,' শিশু-মৃত্যু নিয়ে মমতা

Advertisement