scorecardresearch
 

Water Drinks Tips: কাচ নাকি অ্যালুমিনিয়াম, কোন বোতলে জল খাওয়া স্বাস্থ্যকর?

Water Drinks Tips: জলই জীবন। জল ছাড়া মানুষ বাঁচতে পারেন না। এখন গ্লাসের পরিবর্তে অনেকেই বোতলে জল খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে দেরিতে হলেও এটা বুঝতে পেরেছি যে প্লাস্টিক বোতলে জল খাওয়া একেবারেই অস্বাস্থ্যকর।

Advertisement
কোন বোতলে জল খাওয়া উচিত? কোন বোতলে জল খাওয়া উচিত?
হাইলাইটস
  • জলই জীবন। জল ছাড়া মানুষ বাঁচতে পারেন না।

জলই জীবন। জল ছাড়া মানুষ বাঁচতে পারেন না। এখন গ্লাসের পরিবর্তে অনেকেই বোতলে জল খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে দেরিতে হলেও এটা বুঝতে পেরেছি যে প্লাস্টিক বোতলে জল খাওয়া একেবারেই অস্বাস্থ্যকর। তাই প্লাস্টিকের পরিবর্তে কাচ বা ধাতব বোতল বেছে নিয়েছি। বাজারে অ্যালুমিনিয়াম, স্টিল, তামা, কাঠ, কাচের বোতল পাওয়া যায় আজকাল। তবে কাচ এবং স্টিল বা অ্যালুমিনিয়াম বোতলের চাহিদাই বেশি। কিন্তু জলপানের জন্য কাচ নাকি অ্যালুমিনিয়ামের বোতল, কোনটা ভাল? এই বিষয়ে কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

অ্যালুমিনিয়ামের বোতল
গবেষণায় দেখা গিয়েছে, কাচের তুলনায় অ্যালুমিনিয়ামের কার্বন ফউটপ্রিন্ট অনেকটা কম। বায়ুমণ্ডলে নির্গত গ্রিনহাউস গ্যাসের পরিমাণের নিরিখে কার্বন ফুটপ্রিন্ট নির্ধারণ করা হয়। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন বাতাসে মেশে। কাচ বা অ্যালুমিনিয়ামের বোতল তৈরির সময় বাতাসে ওই সমস্ত ক্ষতিকর গ্যাসের নির্গমন ঘটে।

কাচের বোতল
অপরদিকে এক গবেষণা অনুযায়ী, অ্যালুমিনিয়ামের বোতল তৈরির সময়, কাচের বোতলের তুলনায় ৩১ শতাংশ কম গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটে বাতাসে। অ্যালুমিনিয়াম অজস্রবার পুনর্ব্যবহারযোগ্যও, গুণমানের কোনও ফারাক হয় না। কিন্তু কাচ অজস্রবার পুনর্ব্যবহার করা যায় না। এতে কাচের গুণগত মান পড়ে যায়। অর্থাৎ কাচের বোতল তৈরিতে বেশি কম শক্তির প্রয়োজন হয়। অ্যালুমিনিয়ামের বোতল ওজনেও হালকা হয়। যেখানে খুশি নিয়ে যেতে পারেন। কাচের বোতল নিয়ে ঘোরা মুশকিল। একে ভারী, তার উপর ভেঙেও যেতে পারে।

আরও পড়ুন

কোন বোতল ব্যবহার করবেন তাহলে?
তবে কাচের বোতল দেখতে অ্যালুমিনিয়ামের তুলনায় আকর্ষণীয়। তবে সবদিক থেকে তুলনা করলে অ্যালুমিনিয়ামের বোতল ব্যবহার করাই শ্রেয়। পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বোতল কাচের বোতলকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। তবে যদি বাড়িতে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কাচের বোতল দেখতে ভাল লাগে। বাইরে বেরনোর সময় অ্যালুমিনিয়ামের বোতল রাখতে পারেন ব্যাগে।

Advertisement

Advertisement