scorecardresearch
 

Dandruff Remedies: শীত আসতেই বিশ্রী খুশকিতে মাথা ভরেছে? সমাধান জেনে রাখুন

Dandruff In Winter: ঠান্ডা আবহাওয়ায় চুল শুষ্ক হয়ে খুশকির সমস্যা বাড়তে পারে। পরবর্তীকালে খুশকি, চুলের গোড়া দুর্বল করে দেয় এবং মানুষের চুল কম বয়সেই পড়তে শুরু করে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

শীত এসে গেছে। এই মরসুমে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও প্রাণহীন। ফলে শীতকালে চুলের বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি। ঠান্ডা আবহাওয়ায় চুল শুষ্ক হয়ে খুশকির সমস্যা বাড়তে পারে। পরবর্তীকালে খুশকি, চুলের গোড়া দুর্বল করে দেয় এবং মানুষের চুল কম বয়সেই পড়তে শুরু করে। জানুন, এই শীতে খুশকি এড়িয়ে কীভাবে চুলকে সুস্থ ও ঝলমলে রাখবেন।

তেল মালিশ 

সপ্তাহে একবার উষ্ণ নারকেল তেল বা বাদাম তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। এতে মাথায় রক্ত ​​চলাচল ভাল হবে। এছাড়াও চুলের শুষ্কতা দূর হবে এবং শীতকালেও চুল সুস্থ থাকবে।

চুল ছাঁটা 

শীতের মরসুমে আপনার চুল ছাঁটাও একটি ভাল বিকল্প। ঠান্ডা হাওয়া চুলকে শুষ্ক ও প্রাণহীন করে তোলে, যা চুল ভেঙ্গে যাওয়া, চুল পড়া এবং বিভাজনের সমস্যা বাড়ায়। চুলের ডগা ছাঁটলে, এই সমস্যার সম্মুখীন হতে হবে না।

প্রতিদিন চুল ধোয়া 

প্রতিদিন চুল ধোয়ার ফলে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল শুকিয়ে যায় এবং এটি আপনার চুলকে অস্বাস্থ্যকর এবং আর্দ্রতা ছাড়াই প্রাণহীন দেখায়। জট পড়া চুল থেকে মুক্তি পেতে সপ্তাহে দু'দিন চুল ধুতে পারেন।

মাথা ঢেকে রাখুন

শীতের সময় যতটা সম্ভব চুল ঢেকে রাখুন, তা না হলে চুল শুষ্ক হয়ে যেতে পারে। স্টাইল বান, উইগ এবং মাথার স্কার্ফ ব্যবহার করুন। বিশেষত বিকালের পরে মাথা ঢেকে রাখুন এবং সূর্যের আলোতে চুলে কিছুটা রোদ লাগান।

আমলকি ও লেবু 

খুশকি কমাতে আমলকি ও লেবু দারুণ কার্যকরী। মাথায় অতিরিক্ত খুশকি হলে, সপ্তাহে ২- ৩ দিন লেবুর রস কিংবা আমলি থেঁতো করে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট মতো রেখে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। 
 

Advertisement

 

TAGS:
Advertisement