সিদ্ধিদাতা গণেশের (Ganpati) জন্মোৎসব গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) নামে পরিচিত। ভাদ্রপদ মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। সব দেব-দেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্রোচ্চারণ করেই। শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়।
বিশ্বাস করা হয় যে, নিষ্ঠা করে সমস্ত নিয়মকানুন মেনে সিদ্ধিদাতার পুজো করলে, সুখ -শান্তি বজায় থাকে, সমৃদ্ধি হয় এবং সমস্ত বাধা দূর হয়। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৭ সেপ্টেম্বর, শনিবার।
জেনে নিন গণেশ চতুর্থীতে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Ganesh Chaturthi 2024 Messages) দিতে পারেন আপনি।
গণেশ চতুর্থী ২০২৪ - শুভেচ্ছাবার্তা (Ganesh Chaturthi 2024 Wishes & Messages)
* আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করতে ভগবান গণেশ সবসময় পাশে আছেন। শুভ গণেশ চতুর্থী!
* সকলকে সুন্দর ও বর্ণময় গণেশ চতুর্থীর শুভেচ্ছা। শুভ হোক সব...
* এবারের গণেশ চতুর্থীতে আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।
* প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে!
* এই গণেশ চতুর্থীতে আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ গণেশ চতুর্থী ২০২৪!
* এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ গণেশ চতুর্থী!
* আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। গণেশ চতুর্থী শুভেচ্ছা।
* গণপতি বাপ্পা মোরিয়া! এই গণেশ চতুর্থীতে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।
* ভগবান গণেশ আপনার জীবন ভালোবাসা ও আশীর্বাদে প্রদান করুক। শুভ গণেশ চতুর্থী!
* শুভ গণেশ চতুর্থী ২০২৪! আপনার ও আপনার পরিবারকে অনেক শুভেচ্ছা।
* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ গণেশ চতুর্থী!
* আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে এই কামনাই করি। শুভ গণেশ চতুর্থী...
* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। সিদ্ধিদাতা কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা।
* গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি বাপ্পা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক।
গণেশ চতুর্থী ২০২৪ দিনক্ষণ (Ganesh Chaturthi 2024)
* এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৭ সেপ্টেম্বর (বাংলায় ২১ ভাদ্র), শনিবার।
* ৬ সেপ্টেম্বর ঘ ১২/১৬/৪৫ মিনিট থেকে ৭ সেপ্টেম্বর ঘ ২/১২/৪৯ মিনিট পর্যন্ত থাকবে চতুর্থী তিথি।
* অমৃতযোগ- দিবা ঘ ৯/২৯ গতে ১২/৪২ মধ্যে এবং রাত্রি ঘ ৭/৫৪ গতে ১০/১৮ মধ্যে ও ১১/৫৩ গতে ১/২৯ মধ্যে ও ২/১৭ গতে ৩/৫৩ মধ্যে।