অনেক হুজুগই আসে যায়, কিন্তু নারকেল তেলের জনপ্রিয়তা অনেকদিন ধরে চলছে, চলে যাচ্ছে না। নারকেল তেলের বিপুল উপকারিতা অগ্রাহ্য করা যায় না, আর দেখা যাচ্ছে ধীরে ধীরে সকলেই সেটা বুঝতে পারছেন, তারকারাও ব্যতিক্রম নন। অপরা উইনফ্রে, অ্যাঞ্জেলিনা জোলি, মিরান্ডা কের, এমা স্টোন এবং আরো অনেকেরই এখন চুলের যত্ন নিতে প্রথম পছন্দ নারকেল তেল। আমাদের ধারণা নারকেল তেল কতটা পুষ্টিকর এবং চুলে কতখানি আর্দ্রতা যোগায়, সে সম্বন্ধে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে।
ভিটামিন সি এবং ই-তে পুষ্ট:
চুলের স্বাস্থ্যের জন্য জরুরী দুটো ভিটামিন নারকেল তেলে প্রচুর পরিমাণে উপস্থিত। তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে এই তেলের উপকারিতা পরিষ্কার দেখতে পাওয়া যায়। নারকেল তেল ভিতর থেকে চুলের এবং মাথার ত্বকের স্বাস্থ্য ফেরায়। ফলে চুল পড়া, চুলের ডগা ফেটে যাওয়া এবং চুল পাতলা হয়ে যাওয়া কমে। যদি তারকাদের জিজ্ঞেস করেন নারকেল তেল কী, তাঁরা বলবেন ওটা চুলের ‘সুপারফুড’। মিন্ডি ক্যালিং এর ভাষায় “আমার মা আমাকে দিয়ে নারকেল তেল গরম করায়, তারপর চুলে লাগিয়ে তোয়ালে জড়িয়ে রাখে। এতে চুল চকচকে থাকে।” চুল ছাড়া অন্য জিনিসেও নারকেল তেলের অনেক উপকারিতা।
হেয়ার স্পা-এর জন্য দারুণ:
বলিউড সুন্দরীদের মধ্যে অনেকেই, ইদানীং হলিউড সুন্দরীরাও, হেয়ার স্পা এর জন্য নারকেল তেলই ব্যবহার করেন। দুই ইন্ডাস্ট্রিতেই মানিয়ে নেওয়া প্রিয়াঙ্কা চোপড়া হেড ম্যাসাজের জন্য শুধুমাত্র নারকেল তেল ব্যবহার করেন। ফলাফল দেখে তিনি উচ্ছ্বসিত। আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে চুল ঝলমলে করে তুলতে চান, তাহলে তেলটা গরম করুন, চুলে লাগান, তারপর তোয়ালে জড়িয়ে রাখুন। সত্যি! ব্যাপারটাই এতটাই সহজ।
সিরাম হিসাবে আদর্শ:
ওঁরা ভীষণ ব্যস্ত, সারাক্ষণ দৌড়ে বেড়াতে হয়। আমাদের মতই তারকারাও সবসময় বিলাস ব্যসনের সময় পান না। তবুও নারকেল তেলই ওঁদের বাঁচায়। ওঁদের পছন্দের চটজলদি সমাধান হল তেলটাকে সিরাম হিসাবে ব্যবহার করা এবং সদ্য ধোয়া চুলে ঘষে নেওয়া। এতে চুল কুঁচকে যায় না এবং ঝলমল করে। উপরি পাওনা হল এতে আপনার হাতও নরম তুলতুলে থাকবে। এমনকি গ্বিনেথ প্যালট্রো মুখের ভিতরের যত্ন নিতেও নারকেল তেল ব্যবহার করেন।
নতুন ধরনের রক্ষক:
ব্লেক লাইভলি তাঁর চুলের এক গোপন সুরক্ষার কথা ফাঁস করেছেন। তিনি বলেছেন তাঁর মা শ্যাম্পু করার আগে চুলের গোড়ায় নারকেল তেল লাগিয়ে দেন। এতে চুলের গোড়া শুকিয়ে যায় না, আগাগোড়া ধোয়ার পরেও চুলের আর্দ্রতা বজায় থাকে। নিকোল রিচিও চুলের চূড়ান্ত চিকিৎসার জন্য নারকেল তেল ছাড়া অন্য কিছুর উপর ভরসা করেন না।
যদি প্রিয় তারকার ঝলমলে চুল দেখে আপনার মনে হয়, আহা, আমার চুল এমন হলে বেশ হত, তাহলে জানবেন অমন চুল পেতে আপনার মাত্র এক বোতল নারকেল তেল দরকার।