scorecardresearch
 

Fish Benefits: সপ্তাহে ক'দিন মাছ খাওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে...

Fish Benefits: মাছে ভাতে বাঙালি, কথাতেই আছে। আর মাছ ছাড়া বাঙালিদের খাওয়া একেবারেই অসম্পূর্ণ। রুই, কাতলা, ইলিশ, পাবদা, বাটা, চিংড়ি এই লোভনীয় সব মাছ দেখলে নিজেকে সামলে রাখা বেশ কঠিন ব্যাপার। শুধু স্বাদে নয়, মাছ স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো। একাধিক গবেষণায় জানা গিয়েছে, স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধিতে মাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

Advertisement
সপ্তাহে কতদিন মাছ খেলে সুস্থ থাকবেন জানুন সপ্তাহে কতদিন মাছ খেলে সুস্থ থাকবেন জানুন
হাইলাইটস
  • মাছে ভাতে বাঙালি, কথাতেই আছে। আর মাছ ছাড়া বাঙালিদের খাওয়া একেবারেই অসম্পূর্ণ। রুই, কাতলা, ইলিশ, পাবদা, বাটা, চিংড়ি এই লোভনীয় সব মাছ দেখলে নিজেকে সামলে রাখা বেশ কঠিন ব্যাপার। শুধু স্বাদে নয়, মাছ স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো।

মাছে ভাতে বাঙালি, কথাতেই আছে। আর মাছ ছাড়া বাঙালিদের খাওয়া একেবারেই অসম্পূর্ণ। রুই, কাতলা, ইলিশ, পাবদা, বাটা, চিংড়ি এই লোভনীয় সব মাছ দেখলে নিজেকে সামলে রাখা বেশ কঠিন ব্যাপার। শুধু স্বাদে নয়, মাছ স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো। একাধিক গবেষণায় জানা গিয়েছে, স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধিতে মাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিশেষ করে, তৈলাক্ত মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী। ভারতের অন্যান্য প্রদেশেও মাছ খাওয়ার প্রচলন আছে। তবে নানা প্রকারের মাছ বিভিন্ন স্টাইলে রান্না করায় বাঙালিকে কেউ হারাতে পারবে না। বাঙালি যেহেতু মাছভক্ত তাই রোজের পাতে মাছ তাঁদের থাকেই। তবে কোন মাছ সপ্তাহে কদিন খাওয়া উচিত এটা জেনে নিয়ে তবেই মাছ খান। 

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের পুষ্টিবিজ্ঞানীরা জানিয়েছেন মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন কোষের প্রাচীর (সেল মেমব্রেন) গঠন করতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।

সপ্তাহে তিনদিনের বেশি মাছ খাওয়া ভাল
গবেষণা বলছে, যাঁরা সপ্তাহে তিনদিন বা তার বেশি মাছ খান তাঁদের মস্তিষ্কের নিউকন কোষ অনেক বেশি সুগঠিত ও বেশি কাজ করতে সক্ষম। বিশেষ করে তৈলাক্ত মাছে (ইলিশ, গুর্জালি, আড়, ম্যাকারেল, ভেটকি, পমফ্রেট, বোয়াল, চিতল, পাকা রুই ও কাতলা ইত্যাদি) থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আয়োডিন, ভিটামিন ডি, ফসফরাস-সহ নানা খনিজ আমাদের মস্তিষ্ককে উজ্জীবিত করার পাশাপাশি সামগ্রিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। তাই সারা সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে এই মাছগুলি খেতে পারে। 

আরও পড়ুন

মাছে রয়েছে প্রচুর প্রোটিন
শিশু থেকে বয়স্ক, এমনকি পেটরোগারাও নিশ্চিন্তে মাছ খেতে পারে। মাছে যথেষ্ট প্রোটিনের সঙ্গে থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ফসফরাস, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম ও আয়োডিন। মাছ হল খনিজ পদার্থ আর ভিটামিনের খনি। অনেকের ছোট মাছ খাওয়ার ঝোঁক আছে। ছোট মাছ বা শিঙি-মাগুর মাছ বেশি পুষ্টিকর এই ধারণার কোনও ভিত্তি নেই। মুরগি বা পাঁঠার মাংসে যে পরিমাণ প্রোটিন থাকে, তার চেয়ে অনেক বেশি প্রোটিন মাছে থাকে। যে কোলেস্টরলের ভয়ে আপনি ভীত থাকেন প্রতিদিন মাছ খেলে সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এতে যে ফ্যাট থাকে সেটা সহজে দ্রবীভূত হয়ে যায়।

Advertisement

বয়স্করা দুদিনের বেশি মাছ খেলে দৃষ্টিশক্তি ভাল থাকে
তৈলাক্ত মাছে থাকে ডিএইচএ অর্থাৎ-ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড যা এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এটি মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স (মস্তিষ্কের কোষের ভিত্তি) তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। আমেরিকার মেরিল্যান্ডের ন্যাশনাল আই ইনস্টিটিউটের গবেষকরা এক সমীক্ষায় জানিয়েছেন যেসব ৬০ পেরনো মানুষ সপ্তাহে দু-দিন বা তার বেশিদিন মাছ খান তাঁদের দৃষ্টিশক্তি ভাল থাকে।

সপ্তাহে দুদিন মাছ খাওয়া খুবই জরুরি
বার্ধক্যজনিত কারণে চোখের ম্যাকিউলার ডিজেনারেশন কমিয়ে রাখতে সাহায্য করে ফিশ ডায়েট। ইনস্টিটিউট অফ হেলদি এজিংয়ে ৬৫ – ৯৪ বছর বয়সি ৮০০ ব্যক্তির উপর সমীক্ষা করা হয়েছে। সেটি বলছে, যাঁরা নিয়ম করে সপ্তাহে দু-দিন মাছ খান তাঁদের অ্যালঝাইমার্স ডিজিজের ঝুঁকি তুলনামূলক ভাবে অনেক কম। এমনকি এঁদের ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার অসুখ অন্যদের তুলনায় কম। 

পাতে একটুকরো মাছ রাখুন
নিয়ম করে মাছ খেলে বয়স্ক পুরুষদের মধ্যে ক্যানসারের ঝুঁকি কমে যায়। পুষ্টিবিজ্ঞানীদের পরামর্শ সপ্তাহে ৩৫০-৪০০ গ্রাম মাছ খেতে পারলে অনেক অসুখকে দূরে সরিয়ে রাখা যাবে। ছোট থেকেই মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ভাল হয়। ইলিশ হোক বা পোনা, পাতে রাখুন এক টুকরো মাছ। 
 

Advertisement