scorecardresearch
 

Jamai Sasthi Gift: জামাইষষ্ঠীতে এই গিফট দিলেই গলে যাবেন শাশুড়ি মা, জেনে নিন

বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ! এত পার্বণের মধ্যে নানা রীতি-আচার বঙ্গজীবনে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। সেরকমই একটি রীতি হল জামাইষষ্ঠী। অত্যন্ত মিষ্টি একটি রীতি যুগ যুগ ধরে চলে আসছে বঙ্গ সমাজে। জামাই এবং শাশুড়িদের সম্পর্কের ভিত যেন আরও পোক্ত হয় এই সামাজিক অনুষ্ঠানের হাত ধরে। 

Advertisement
জামাইষষ্ঠীতে জামাইদের যত্ন নেন শাশুড়িরা। জামাইষষ্ঠীতে জামাইদের যত্ন নেন শাশুড়িরা।
হাইলাইটস
  • জামাইরা শাশুড়ির খুব আদরের হয়।
  • এ বছর জামাইষষ্ঠী পড়েছে ১২ জুন।
  • এই দিনেই জামাইকে বাড়িতে ডেকে আপ্যায়ন করে থাকেন শাশুড়িরা।

বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ! এত পার্বণের মধ্যে নানা রীতি-আচার বঙ্গজীবনে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। সেরকমই একটি রীতি হল জামাইষষ্ঠী। অত্যন্ত মিষ্টি একটি রীতি যুগ যুগ ধরে চলে আসছে বঙ্গ সমাজে। জামাই এবং শাশুড়িদের সম্পর্কের ভিত যেন আরও পোক্ত হয় এই সামাজিক অনুষ্ঠানের হাত ধরে। 

জামাইরা শাশুড়ির খুব আদরের হয়। আবার শাশুড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক বেশ মিষ্টি এবং শ্রদ্ধার হয়। এই দিনেই জামাইকে বাড়িতে ডেকে আপ্যায়ন করে থাকেন শাশুড়িরা। যাকে বলে কি না জামাই-আদর! 

অনুষ্ঠান মানেই সেখানে উপহার একটা আলাদা জায়গা জুড়ে থাকে। আসলে উপহার এমনই একটা জিনিস, যা যে কোনও সম্পর্কের মিষ্টতা দ্বিগুণ করে দেয়। জামাইষষ্ঠীও তার ব্যতিক্রম নয়। শাশুড়ি এবং জামাইদের মধ্যে উপহারের আদানপ্রদান হয়ে থাকে। 

আরও পড়ুন


তবে অনেক সময়ই জামাইরা বুঝতে পারেন না, ঠিক কোন উপহার দিলে শাশুড়িরা সবচেয়ে খুশি হবেন। আবার শাশুড়িরা অনেক সময় লজ্জায় জামাইয়ের থেকে উপহার নিতেও চান না। এ বছর জামাইষষ্ঠী পড়েছে ১২ জুন। এই দিনে শাশুড়িকে কী গিফট দেবেন, নিশ্চয়ই ভাবনাচিন্তা করছেন। তা হলে উপহারের এই আইডিয়াগুলি রইল আপনারই জন্য। জেনে নিন...

শাড়ি

শাড়ি যে কোনও মহিলারই পছন্দের। তাই শাশুড়িমার পছন্দসই কোনও শাড়ি জামাইষষ্ঠীতে উপহার হিসাবে দিতেই পারেন। 

গয়না
বাজেট অত বেশি না হলে সোনার গয়না হয়তো দিতে পারবেন না। তবে আজকাল নানা ধরনের গয়না পাওয়া যায়। যেগুলি একেবারে বাজেটের মধ্যে। সেরকম গয়নাও দিতে পারেন। 

রান্নার সামগ্রী

শাশুড়িমাদের জন্য রান্নার সামগ্রী উপহার হিসাব বেশ ভাল। নন-স্টিক কড়াই হোক, কিংবা হটপট, অথবা অন্য কোনও সামগ্রী উপহার হিসাবে দিতেই পারেন। এই উপহার বেশ কাজে লাগবে শাশুড়িদের। 

Advertisement

মোবাইল ফোন
 বাজেট একটু বেশি হলে শাশুড়িকে মোবাইল ফোনও উপহার হিসাবে দিতে পারেন। 

ব্লু টুথ স্পিকার
 আজকাল অনেকেই ব্লু টুথ স্পিকার ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনার শাশুড়ি যদি  প্রযুক্তিগত দিক থেকে পটু হন, তা হলে এই উপহার দিতেই পারেন। 

বই
আপনার শাশুড়ি যদি বইয়ের পোকা হন, তা হলে অবশ্যই কোনও বই উপহার দিন। 

ঘড়ি
শাশুড়িকে ঘড়ি উপহার দেওয়াও বেস্ট। বিশেষ করে স্মার্ট ওয়াচ দিতে পারেন। 

গাছ

শাশুড়িকে বাড়িতে লাগানোর কোনও গাছ উপহার দিতে পারেন। এটাও কিন্তু বেশ চমকপ্রদ উপহার। 

ঘুরতে নিয়ে যান

উপহারের বদলে শাশুড়িকে সঙ্গে নিয়ে সপরিবারে যদি কোথাও কয়েক দিনের জন্য ঘুরে আসেন, তা হলে খুব ভাল হবে। অথবা যদি কোনও রেস্তরাঁয় খেতে নিয়ে যান। 

Advertisement