scorecardresearch
 

Oil Put in Ear: কান পরিষ্কার করতে তেল দেওয়া কি ঠিক? জেনে নিন

Oil Put in Ear: কানে ব্যথা বা যেকোনও ধরনের সমস্যা হলে বড়রা কানে তেল দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কানে তেল দেওয়া কি ঠিক? কানে তেল দেওয়া যাবে কি, বিশেষ করে যদি কানের ওয়াক্স জমে থাকে? ইএনটি বিশেষজ্ঞেরা এই বিষয়ে কী বলেন তা জেনে রাখা দরকার।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • কিন্তু কানে তেল দেওয়া কি ঠিক?
  • কানে তেল দিলে অনেক সময় ব্যথা হতে পারে
  • কানে তেল দিলে অটোমাইকোসিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে

Oil Put in Ear: কানে ব্যথা বা যেকোনও ধরনের সমস্যা হলে বড়রা কানে তেল দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কানে তেল দেওয়া কি ঠিক? কানে তেল দেওয়া যাবে কি, বিশেষ করে যদি কানের ওয়াক্স জমে থাকে? ইএনটি বিশেষজ্ঞেরা এই বিষয়ে কী বলেন তা জেনে রাখা দরকার।

বিশেষজ্ঞরা কী বলেন?
ইএনটি বিশেষজ্ঞ ডাঃ অঙ্কুর গুপ্ত জানাচ্ছেন, কানে তেল দেওয়া উচিত নয়। আসলে তেলে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা কানের ইনফেকশনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। এ কারণে কানে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি কানে ধুলোবালি জমে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। এ ছাড়া কানে তেল দিলে অনেক ধরনের ক্ষতি হতে পারে।

কানে তেল দেওয়ার অপকারিতা
- কানে তেল দিলে অনেক সময় ব্যথা হতে পারে। কিছু মানুষ এই অবস্থায় কানের পর্দা নষ্ট হয়ে যেতে পারে। তাই কানে তেল দেওয়ার আগে সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- ডাক্তারা বলেছেন, কানে তেল দিলে অটোমাইকোসিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, যে কারণে আপনার স্থায়ী শ্রবণশক্তির সমস্যা হতে পারে।
- অনেক সময় কানে বেশি তেল ঢালার কারণে ধুলো-ময়লা জ্বলতে থাকে। এতে কানে জমে থাকা ময়লা দূর করা খুব কঠিন হয়ে পড়ে। তাই কানে তেল না লাগানোর চেষ্টা করুন।
- এ ছাড়া মনে রাখবেন ছোট বাচ্চাদের কানে কখনই তেল দেবেন না। বিশেষ করে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া এ ধরনের ভুল করবেন না। এতে তাদের পর্দা নষ্ট হতে পারে।
- কানে তেল দিলে আর্দ্রতা অনেক বেড়ে যায়, যে কারণে পুঁজ বের হওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন

Advertisement

Advertisement