scorecardresearch
 

Prostate Cancer: ঘন ঘন প্রস্রাব পায়? ডায়াবিটিস নয়, এটি প্রোস্টেট ক্যান্সারের লক্ষণও হতে পারে

Early Signs Of Prostate Cancer: ঘন ঘন প্রস্রাব পায়? রাতে কি প্রস্রাব করতে বারবার উঠতে হয়? তাহলে এই সমস্যাকে ডায়াবিটিসের লক্ষণ ভেবে ভুল করবেন না। কারণ, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও ঘন ঘন প্রস্রাব পাওয়ার সমস্যা তৈরি হয়। তাই প্রোস্টেট ক্যান্সারের লক্ষণগুলিকে ভাল ভাবে চেনা জরুরি। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Advertisement
ঘন ঘন প্রস্রাব পায়? ডায়াবিটিস নয়, এটি প্রস্টেট ক্যান্সারের লক্ষণও হতে পারে! ঘন ঘন প্রস্রাব পায়? ডায়াবিটিস নয়, এটি প্রস্টেট ক্যান্সারের লক্ষণও হতে পারে!
হাইলাইটস
  • ঘন ঘন প্রস্রাব পায়? রাতে কি প্রস্রাব করতে বারবার উঠতে হয়?
  • তাহলে এই সমস্যাকে ডায়াবিটিসের লক্ষণ ভেবে ভুল করবেন না।
  • প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও ঘন ঘন প্রস্রাব পাওয়ার সমস্যা তৈরি হয়।

Early Signs Of Prostate Cancer: ঘন ঘন প্রস্রাব পায়? রাতে কি প্রস্রাব করতে বারবার উঠতে হয়? তাহলে এই সমস্যাকে ডায়াবিটিসের লক্ষণ ভেবে ভুল করবেন না। কারণ, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও ঘন ঘন প্রস্রাব পাওয়ার সমস্যা তৈরি হয়। তাই প্রোস্টেট ক্যান্সারের লক্ষণগুলিকে ভাল ভাবে চেনা জরুরি। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

প্রোস্টেট ক্যান্সার এমন একটি সমস্যা, যা ধরা পড়তেই অনেকটা সময় লেগে যায়। অধিকাংশ মানুষই প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক উপসর্গগুলি সম্পর্কে অবগত নন। তাই এই গুরুতর সমস্যাকে চিনে নিতে অনেক দেরি হয়ে যায় অনেকের। প্রাথমিক পর্যায়ে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়লে এবং সঠিক পদ্ধতিতে চিকিৎসা শুরু করতে পারলে রোগীরা প্রাণহানীর ঝুঁকি থেকে বেঁচে যেতে পারেন।

প্রোস্টেট ক্যান্সার কী?
প্রোস্টেট হল একটি ছোট গ্রন্থি যা কোনও ব্যক্তির তলপেটে থাকে। এটি মূত্রাশয়ের নীচে এবং মূত্রনালীর চারপাশে থাকে। প্রোস্টেট হরমোন টেস্টোস্টেরন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং একটি তরল তৈরি করে। প্রোস্টেটের কোষগুলির অস্বাভাবিক এবং ম্যালিগন্যান্ট বৃদ্ধির ফলে এটি একটি টিউমারে পরিণত হয়। তখন একে প্রোস্টেট ক্যান্সার বলে।

আরও পড়ুন

কাদের মধ্যে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি?
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষদের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যারা ধূমপান করেন তাদের এই রোগের পুনরাবৃত্তির ঝুঁকি বেড়ে যায়। যদি কেউ প্রোস্টেট ক্যান্সার থেকে সুস্থ হয়ে ধূমপান শুরু করেন, তবে তিনি ফের এই ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। যাদের ওজন বেশি, তাদের মধ্যেও প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

Prostate Cancer

প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক উপসর্গগুলি কী কী?
•    ঘন ঘন প্রস্রাব পাওয়া,
•    রাতে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা,
•    প্রস্রাবের দুর্বল প্রবাহ বা ধীর গতিতে প্রস্রাব হওয়া,
•    প্রস্রাবের সময় ব্যথা অনুভব করা,
•    প্রস্রাব শুরু বা বন্ধ সময় অসুবিধা হওয়া,
•    শরীরে ব্যথা বা অসাড়তা অনুভব করা, 
•    প্রস্রাব বা বীর্যের সঙ্গে রক্তক্ষরণ হল প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক উপসর্গ।

Advertisement

উল্লেখিত উপসর্গগুলি নিজের মধ্যে দেখতে পেলে সতর্কতা অবলম্বন করা জরুরি এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Advertisement