scorecardresearch
 

Ramadan Mubarak 2024: রমজান মোবারক! পবিত্র রোজার মাসে প্রিয়জনকে পাঠান এই মেসেজ

Ramadan Wishes 2024: ইসলামী ক্যালান্ডারের নবম মাস রমজান। ১২ মাস থাকলেও এই ক্যালেন্ডারে ৩৫৪ দিন রয়েছে। তাই প্রতি বছর রমজান মাস গ্রেগরীয়ন ক্যালেন্ডারের তুলনায় ১১ দিন এগিয়ে আসে। 

Advertisement
রমজান ২০২৪ রমজান ২০২৪

বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীরা এই রোজার মাসকে কোরবানি বা ত্যাগের মাস হিসাবে বিবেচনা করেন। ইসলামী ক্যালান্ডারের নবম মাস রমজান (Ramadan)। ১২ মাস থাকলেও এই ক্যালেন্ডারে ৩৫৪ দিন রয়েছে। তাই প্রতি বছর রমজান মাস গ্রেগরীয়ন ক্যালেন্ডারের তুলনায়  ১১ দিন এগিয়ে আসে। 

রমজান শব্দের অর্থ 

'রমজান' একটি আরবি শব্দ। এই মাসেই রোজার পালন করা হয়। রোজাকে আরবি ভাষায় ''সাওম' অর্থ বিরত থাকা; এর বহুবচন হলো 'সিয়াম'। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় সাওমকে 'রোজা' বলা হয়। যার অর্থ বিরত থাকা বা নিজেকে থামানো এবং নিয়ন্ত্রণ করা। একই সঙ্গে উপবাসকে পারসি ভাষায় 'রোজা' বলা হয়। ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর পারসি প্রভাব বেশি হওয়ার কারণে রোজা শব্দটি ব্যবহৃত হয়।  

 

রমজান ২০২৪ 

চাঁদ দেখার উপরই রমজানের শুরু এবং শেষ নির্ভরশীল। চাঁদ দেখার ওপর নির্ভর করে, রমজান মাস কখনও ২৯ দিন তো কখনও ৩০ দিন হয়। এই বছর ১১ মার্চ থেকে রমজান মাস হয়েছে।এই রমজান মাস শেষ হতে পারে ১০ এপ্রিল। এরপর চাঁদ দেখে পালন হবে খুশীর ইদ। 

 রমজানের শুভেচ্ছা 

* আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক। রমজানের শুভেচ্ছা সকলকে। 

* সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা।  

* আল্লাহ সমস্ত পাপ মুক্ত করুক সকলের। রমজান মোবারক আপনার ও আপনার পরিবারকে।

 

ramadan mubarak

* এই রমজান মাসে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ  হয়ে, ইতিবাচক শক্তি আসুক জীবনে। রমজান মোবারক! 

Advertisement

* আমি, আপনার এবং আপনার পরিবারের ভালোবাসা এবং সুখ কামনা করি এই রোজার মাসে। রমজান ২০২২ মোবারক! 

* তোমার ও তোমার পরিবারের সকলকে পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

* রমজান মাসে বেশি করে দোয়া করুন এবং আল্লাহর থেকে মাফ চেয়ে নিন সব দোষের। রমজানের শুভেচ্ছা। 

 

ramadan mubarak

  
* এই পবিত্র মাসে, সমস্ত কিছু জন্য আল্লাহকে ধন্যবাদ। রমজানের শুভেচ্ছা। 

* নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় -রমজান মাস। শুভ হোক সব। রমজান মোবারক! 

* আগামী দিনগুলি ভাল কাটুক। রমজান মোবারক! 

* নিজের মনকে ইমানের আলোয়- আলোকিত করে নেওয়ার সময় এসে গেছে, শুভ রমজান! 

* সকলকে রমজানের অনেক শুভেচ্ছা। আল্লাহ আমাদের প্রতিটি রোজা রাখার তোফিক দান করুন। 

 

Advertisement