scorecardresearch
 

Silent Heart Attack : আপনার সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়নি তো? এই লক্ষণগুলি এড়িয়ে যাবেন না

আপনি কি জানেন যে হার্ট অ্যাটাক কোনও রকম লক্ষণ ছাড়াও হতে পারে। এমনটা হতেই পারে যে কখনও হয়ত আপনারও হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আপনি সেটা জানতেও পারেননি। একে বলা হয় 'সাইলেন্ট হার্ট অ্যাটাক' (Silent Heart Attack)। এই ধরনের হার্ট অ্যাটাক বোঝা না গেলেও মারাত্মক হয়ে উঠতে পারে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সাইলেন্ট হার্ট অ্যাটাকের সংকেত জানেন?
  • হতে পারে শ্বাসকষ্ট, বুক জ্বালা
  • অস্বস্তি লাগলেই চিকিৎসকের কাছে যান

শরীরে এমন কিছু লক্ষণ আছে যা হার্ট অ্যাটাকের সংকেত। যেমন বুকে ব্যাথা, বা ঠান্ডা লাগার পাশাপাশি ঘাম হওয়া কিংবা খুব বেশি দুর্বল অনুভব হওয়া। কিন্তু আপনি কি জানেন যে হার্ট অ্যাটাক কোনও রকম লক্ষণ ছাড়াও হতে পারে। এমনটা হতেই পারে যে কখনও হয়ত আপনারও হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আপনি সেটা জানতেও পারেননি। একে বলা হয় 'সাইলেন্ট হার্ট অ্যাটাক' (Silent Heart Attack)। এই ধরনের হার্ট অ্যাটাক বোঝা না গেলেও মারাত্মক হয়ে উঠতে পারে। 

সাইলেন্ট হার্ট অ্যাটাক কী? আমেরিকার ক্লিবল্যান্ড ক্লিনিকের কার্ডিওলজিস্ট কার্টিস রিমারম্যানের কথা অনুযায়ী, সাইলেন্ট হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় সমস্যা হল, এটি বুঝতে না পারায় মানুষ এর চিকিৎসাও করাতে পারেন না। এঠি বুঝতে পারা না গেলেও হার্টের প্রভূত ক্ষতি করতে পারে। তাই এই বিষয়ে নজর রাখা দরকার। 

সাইলেন্ট হার্ট অ্যাটাক কীভাবে জানতে পারবেন? যাঁরা এই হার্ট অ্যাটাকের বিষয়ে জানতে পারেন না, তাঁরা যখন এক সপ্তাহ বা এক মাস পরে চিকিৎসকের কাছে যান, তখন তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত হন। হার্টের মাংসপেশিতে কতটা ক্ষতি হয়েছে তা পরীক্ষা করে চিকিৎসকরা হার্ট অ্যাটাকের ধরন বলতে পারেন। ইলেকট্রোকার্ডিওগ্রাম বা কার্ডিয়াক আলট্রাসাউন্ডের মাধ্যমে এটি জানা যায়। কেউ কেউ ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভব করায় সাইলেন্ট হার্ট অ্যাটাকের পরেই চিকিৎসকের কাছে যান। মহিলা এবং ডায়াবেটিসের রোগীদের সাইলেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। 

এই লক্ষণগুলি নজরে রাখুন - এতে বিশেষ লক্ষণ না থাকলেও এর সংকেত বোঝা যায়। বুক ভারি হয়ে আসা বা দমবন্ধ লাগা, খুব বেশি ক্লান্তি, যেকোনও কাজ করতে গেলেই শ্বাসকষ্ট, বুকে জ্বালা, বদহজম এবং অস্থিরতা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। অনেক সময় মানুষ লক্ষণগুলি অনুভব করলেও সেটি যে হার্ট অ্যাটাকের সংকেত তা বুঝতে পারেন না। তাই শরীরে এই ধরনের কোনও অস্বস্তি হলেই চিকিৎসকের পরামর্শ নিন।

Advertisement

 

Advertisement