scorecardresearch
 

Tulsi Vastu Tips: বাড়িতে তুলসী গাছ থাকা সত্ত্বেও টাকার অভাব-দুর্ভাগ্য, এই নিয়মগুলি মানেন তো?

Tulsi Plant Vastu Tips: তুলসী গাছকে (Tulsi Plant) 'বাস্তু দোষ নাশক' বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে, তুলসী গাছ রাখলে বাড়ির নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তুলসীকে শুধু দেবতুল্য উদ্ভিদ হিসেবেই বিবেচনা করা হয় না, এর ঔষধি গুণও অঢেল।

Advertisement
তুলসী গাছ রাখলে এই নিয়মগুলি মানুন তুলসী গাছ রাখলে এই নিয়মগুলি মানুন
হাইলাইটস
  • তুলসী গাছকে 'বাস্তু দোষ নাশক' বলে মনে করা হয়
  • তুলসীকে শুধু 'দেবতুল্য উদ্ভিদ হিসেবেই বিবেচনা করা হয় না, এর ঔষধি গুণও অঢেল
  • তবে তুলসী গাছ রাখার কিছু নিয়ম রয়েছে

Tulsi Plant Vastu Tips: তুলসী গাছকে (Tulsi Plant) 'বাস্তু দোষ নাশক' বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে, তুলসী গাছ রাখলে বাড়ির নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তুলসীকে শুধু দেবতুল্য উদ্ভিদ হিসেবেই বিবেচনা করা হয় না, এর ঔষধি গুণও অঢেল। তবে তুলসী গাছ রাখার কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলি ভুল হলে, সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য নেমে আসতে পারে।

বিষ্ণু পুজায় তুলসীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যে বাড়িতে বাস্তু দোষ (Vastu Problems) আছে সেখানে অবশ্যই তুলসী গাছ রাখতে হবে। তুলসী শনি ও মঙ্গল গ্রহের প্রভাব দূর করে। বাড়ির প্রধান দরজার দিকে অর্থাৎ উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ রাখা শুভ।

জেনে নিন বাস্তু অনুসারে তুলসী গাছ কোথায় এবং কীভাবে রাখবেন-

  • বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ রাখুন এবং সকাল-সন্ধ্যা জল নিবেদন করুন। 
  • এর পাশাপাশি সন্ধ্যায় তুলসী গাছে তিলের তেলের প্রদীপ জ্বালান। এর পরে 'ওম নমো ভগবতে বাসুদেবায়' মন্ত্রটি জপ করুন। এতে ঘরের অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। ঘরে অর্থের সঞ্চয় ও সমৃদ্ধি বজায় থাকবে। অর্থের আগমনের পথ খোলার সঙ্গে আর্থিক সিদ্ধি অর্জিত হবে।
  • বাড়িতে বেশি ঝগড়া-কলহ থাকলে বাড়ির পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ লাগান। নিয়মিত তুলসী গাছের পুজো করুন। এতে বাড়ির সদস্যদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হবে।
  • অনেক সময় বাড়ি তৈরির সময় দিক সংক্রান্ত কোনো বাস্তু ত্রুটি থাকে এবং বাড়ি বদল করা সম্ভব হয় না। এমন অবস্থায় বাড়ির বাস্তু দোষ দূর করতে বাড়ির ছাদে একটি পাত্রে তুলসি গাছ রাখুন।
  • যেকোনও ধরনের বাস্তু দোষ এড়াতে বাড়ির উত্তর-পূর্ব কোণে বিভিন্ন পাত্রে পাঁচটি তুলসী গাছ লাগান। নিয়মিত তুলসীর যত্ন নিলে উপকার পাওয়া যায়।

ভুলেও যে দিনগুলিতে তুলসী পাতা ছিঁড়বেন না 

Advertisement
  • রবিবারে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ।
  • এছাড়াও, বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, একাদশী, সংক্রান্তি, দ্বাদশী এবং সন্ধ্যার সময় তুলসী পাতা উপড়ে ফেলা উচিত নয়। যাঁরা এই কাজ করেন তাঁদের ওপর মাতা তুলসী ক্রদ্ধ হন এবং ঘরে দারিদ্র্য নেমে আসে। 
  • মা তুলসী নিজেও একাদশীর উপবাসে থাকেন। এই দিনগুলিতে তুলসী পাতায়  ভুলেও হাত দেবেন না।
  • আবার মঙ্গলবারও তুলসী পাতা ছেঁড়া থেকে বিরত থাকা ভালো।

Advertisement