scorecardresearch
 

Valentines' Week Surprise Ideas: ভ্যালেন্টাইন্স উইক এভাবে সারপ্রাইজ দিন পার্টনারকে, প্রেম আরও মধুর হবে

বিশেষ মানুষটিকে ভালোবাসার কথা জানাতে বছরের এই সময়কালে অনেকেই নানা রকমের পরিকল্পনা করেন। তবে অনেকেই আছেন যারা বুঝতে পারছেন না, সঙ্গীকে খুশি করতে কী করা উচিত।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

চারিদিকে ইতিমধ্যেই প্রেম প্রেম আবহ। বছরের এই সময়টায় বসন্তের ঠিক আগে ফেব্রুয়ারি মাসে সকলে মেতে ওঠেন ভালোবাসার উদযাপনে। এক সপ্তাহ জুড়ে চলে বিশেষ উদযাপন। শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস। এই মাসকেই প্রেমের মাস বলা হয়। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভ্যালেন্টাইন্স উইক। 

বিশেষ মানুষটিকে ভালোবাসার কথা জানাতে বছরের এই সময়কালে অনেকেই নানা রকমের পরিকল্পনা করেন। তবে অনেকেই আছেন যারা বুঝতে পারছেন না, সঙ্গীকে খুশি করতে কী করা উচিত। মনের মানুষকে সারপ্রাইজ দিতে চান? রইল ভ্যালেন্টাইন্স উইকের কিছু টিপস।  

বেড়াতে যান 

প্রেমের সপ্তাহটি স্মরণীয় করতে, সঙ্গীর সঙ্গে একটি বিশেষ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। সঙ্গী যদি অনেক দিন ধরে কোথাও বেড়াতে যেতে চান, তাহলে ভ্যালেন্টাইনস ডে-তে আপনি সেই জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বিশ্বজুড়ে এমন অনেক জায়গা রয়েছে যেখানে দু'জনে বেড়াতে যেতে পারেন। নিজের বাজেট অনুযায়ী একটি জায়গা বেছে নিন।

ক্যান্ডেল লাইট ডিনার  

ভ্যালেন্টাইন্স উইক বিশেষ করে তুলতে, সঙ্গীর জন্য একটি ক্যান্ডেল লাইট ডিনারের পরিকল্পনা করতে পারেন। অনেক রেস্তোরাঁ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে। ক্যান্ডেল লাইট ডিনারে এমন কিছু খাবারবেছে নিন, যা আপনার সঙ্গীর পছন্দের। কেকও কাটতে পারেন।

সারপ্রাইজ গিফট 

সঙ্গীকে এমন কিছু উপহার দিতে পারেন, যা তার দীর্ঘদিন ধরে শখ বা প্রয়োজন ছিল। কিংবা এমন কিছু যা, তার খুব পছন্দ। উপহারে এমন কিছু বেছে নিতে পারেন, যেটা সব সময় তার কাছে থাকবে এবং এই উপহারটি দেখে তিনি আপনাকে সর্বদা মনে রাখবেন।

কেনাকাটা করতে যান 

ছেলে হোক বা মেয়ে, সবাই কেনাকাটা করতে পছন্দ করে। সেক্ষেত্রে আপনি আপনার সঙ্গীকে নিয়ে যেতে পারেন ভ্যালেন্টাইন্স ডে-তে কেনাকাটা করতে। পোশাক ছাড়াও গয়না, পারফিউম, গ্যাজেটও উপহার দিতে পারেন।

Advertisement

লং ড্রাইভে যান 

সঙ্গীর সঙ্গে মান সম্পন্ন সময় কাটাতে চাইলে, লং ড্রাইভেও নিয়ে যেতে পারেন তাকে। এই সময়ে আপনারা একান্তে অনেক কথা বলতে পারবেন। ফলে মনও সতেজ থাকবে। দু'জনের পছন্দ মতো গান চালান হালকা করে। ইচ্ছে হলে রাস্তার ধারে দাঁড়িয়ে চা- স্ন্যাকস খেতে পারেন। নিশ্চয়ই আপনার সঙ্গী এই সময়টা সারাজীবন মনে রাখবে।

সঙ্গীর জন্য রান্না করুন

বিবাহিত বা অবিবাহিত সকলেই এভাবে সারপ্রাইজ করতে পারেন পার্টনারকে। ভ্যালেন্টাইন্স উইক আরও স্পেশাল করতে,  তার পছন্দের কিছু খাবার তৈরি করতে পারেন। রোম্যান্টিক কোনও ব্রেকফাস্ট বা ডিনারও তৈরি করতে পারেন। এছাড়া কেক বেক করতে পারেন কিংবা ডেসার্ট বানাতে পারেন।  

চিঠি লিখুন

দু'জনেই একে অপরের জন্য চিঠি লিখুন। চিঠিতে সঙ্গীর ভাল দিকগুলো উল্লেখ করুন। দু'জনের কাটানো ভাল মুহূর্ত, প্রেমের শুরু, আগামী দিনের স্বপ্ন উল্লেখ করতে পারেন। আপনার এই চিঠিটি অবশ্যই আপনার ভালোবাসাকে আরও গভীর করবে।

 

Advertisement