scorecardresearch
 
Advertisement

Curd Side Effects: গরমে দই উপকারী, ভুলেও সঙ্গে খাবেন না এই খাবারগুলি

Curd Side Effects: গরমে দই উপকারী, ভুলেও সঙ্গে খাবেন না এই খাবারগুলি

হাঁসফাঁস করা গরমে মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। বৈশাখের আগেই তীব্র দাবদাহে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। এরকম অবস্থায় টক দইয়ের চেয়ে ভালো খাবার আর কী হতে পারে। এমনিতেই টক দইয়ে রয়েছে নানান ধরনের পুষ্টি যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তবে অনেকেই আছেন যাঁরা দইয়ের সঙ্গে অনেক কিছু মিশিয়ে খেতে ভালোবাসেন। আসুন জেনে নিই দই খাওয়ার সময় কোন খাবারগুলি এর সঙ্গে মিশিয়ে খেতে নিন। 

Advertisement