scorecardresearch
 
Advertisement

EXCLUSIVE VODEO: শিশুদের করোনা নিয়ে অযথা আতঙ্ক নয়, মেনে চলুন এই পরামর্শগুলি!

EXCLUSIVE VODEO: শিশুদের করোনা নিয়ে অযথা আতঙ্ক নয়, মেনে চলুন এই পরামর্শগুলি!

করোনার তৃতীয় তরঙ্গে নাকি শিশুরাই বেশি আক্রান্ত হবে! এমন একটা ধারণা ক্রমশ বদ্ধমূল হচ্ছে মানুষের মনে। সন্তানের সামান্য জ্বর-জালাতেও দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ছে অভিভাবকদের। এর মধ্যে সম্প্রতি গুজরাতে প্রায় সাড়ে তিনশো শিশুর করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক বাড়তে শুরু করেছে দেশজুড়ে। তাহলে কী ভারতে শুরু হয়ে গেল করোনার তৃতীয় তরঙ্গ! এই আবহে সন্তানের সুরক্ষায় কী কী নিয়ম মানতে হবে? কোন কোন ওষুধ শিশুকে না দেওয়াই ভাল? চলুন এমনই নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক (চাইল্ড স্পেশালিস্ট) ডাঃ শমীক হাজরা।

Advertisement