খাতায় কলমে শুরু হয়ে গেছে ইলিশের মরশুম। কিন্তু এবার ভরা আষাঢ়েও জালে উঠছে না তেমন ইলিশ। অন্য বছর ঝাঁকে ঝাঁকের রুপোলি শস্যে জাল ভরা থাকলেও এ বার ঠিক তার উল্টো ছবি। ইলিশ ধরার ট্রলারগুলি সমুদ্রে পাড়ি দিয়ে কার্যত শূন্য হাতেই ফিরেছে বন্দরে। এ বছর কেন এমন হচ্ছে, সেটা এখনও বুঝে উঠতে পারছেন না মৎস্যজীবীদের একাংশ। তাঁদের আশা,আষাঢ় পেরিয়ে শ্রাবণে বৃষ্টি বাড়লে হয়তো জালে ভাল ইলিশ ধরা পড়বে।
Waiting for Hilsa