scorecardresearch
 
Advertisement

Frog Skin Could Help Treat Cancer: ব্যাঙের লালা সারাবে স্তন ক্যান্সার! চিকিৎসা বিজ্ঞানে মিরাকল আসছে

Frog Skin Could Help Treat Cancer: ব্যাঙের লালা সারাবে স্তন ক্যান্সার! চিকিৎসা বিজ্ঞানে মিরাকল আসছে

ক্যান্সার। নামটা শুনলেই আঁতকে ওঠেন বেশিরভাগ মানুষ। যদিও মর্ডান মেডিক্যাল ট্রিটমেন্টের সুবাদে এখন অনেকটাই কাবু করা গিয়েছে এই মারণ রোগকে। আগেভাগে যদি ক্যান্সার ডিটেক্ট হয়, তাহলে অনেকটাই সময় মেলে ট্রিটমেন্টের। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে একটি চমকে দেওয়ার মতো তথ্য। গবেষণায় উঠে এসেছে ব্যাঙের চামড়া আর লালা থেকে বেরোয় এক ধরনের বিষাক্ত রাসায়নিক। বুফোটালিন নামের সেই বিষকে নিয়ন্ত্রিত ডোজ়ে রোগীর শরীরে প্রবেশ করিয়ে স্তন ক্যান্সারে অবনতি ঠেকানো সম্ভব হয়েছে।

Frog Skin Could Help Treat Cancer

TAGS:
Advertisement