scorecardresearch
 
Advertisement

Breast Cancer: জিমে যাচ্ছেন, সাপ্লিমেন্ট খাচ্ছেন এর জেরেই বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি

Breast Cancer: জিমে যাচ্ছেন, সাপ্লিমেন্ট খাচ্ছেন এর জেরেই বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি

মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা দিন দিন বাড়ছে। এর প্রতিরোধের জন্য বিভিন্ন গবেষণাও চলছে। গবেষণা থেকে উঠে এসেছে একাধিক তথ্য অনেকে বলছেন মহিলারা ডায়েট করছেন। জিমে যাচ্ছেন, আর বিভিন্ন সাপ্লিমেন্ট খাচ্ছেন এর জেরেই বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি। একদল গবেষক আবিষ্কার করেছেন যে নিউরোফাইব্রোমিন 1 জিনের আলপেলিসিবের ক্ষতি করে। গবেষণাটি 'সেল রিপোর্টস মেডিসিন' জার্নালে প্রকাশিত হয়েছে। বাসেল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিসিন বিভাগের এক দল গবেষক এটি জানান। গবেষকরা আরও দেখেছেন যে খাদ্যতালিকাও ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আবার অনেক সময় এই খাদ্যাভ্যাস ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।

Going to the gym taking supplements can cause breast cancer

Advertisement