এবার বাঙালির পাতে সেভাবে পড়ল না ইলিশ। তেমন ভাবে দেখাও মেলেনি রুপোলি শস্যের। বাজারে হাতেগোনা ইলিশ এলেও, যা দাম তাতে হাত দেওয়া যাচ্ছে না। তবে এবার হয়তো পরিস্থিতি পাল্টাতে পারে, কারণ খরা কাটিয়ে ইলিশ এসেছে গঙ্গার মোহনায়। গত দু’দিনে প্রায় ২৫০ টন ইলিশ ঢুকেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবার, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, নৈনান, সাগর, রায়দিঘি, পাথরপ্রতিমা ও ফ্রেজারগঞ্জে।
Huge Amount Of Hilsa Fish Reached South 24 Pargana