শীতের মরশুম মনে ফুর্তি আনে। শীতপোশাক গায়ে চাপিয়ে ঘুরে বেড়ানোর সময় এটি। তবে এই ঋতুতেত সাবধানে না থাকলে সমস্যা হতে পারে। যার জন্য আগাম সতর্কতা প্রয়োজন। শীতের রাগ থেকে রক্ষা করতে পারে মূলো। কীভাবে জেনে নিন..