হিন্দু ধর্মে তুলসী গাছের পুজো খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী গাছের পুজোর প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। তুলসী গাছে মা লক্ষ্মীর বাস। হিন্দু বাড়িতে প্রতিদিন জল নিবেদন করে তুলসীর পুজো করা হয়। তবে তুলসী চারার কাছে কিছু গাছ একেবারেই লাগানো উচিত না। জেনে নিন কোন গাছগুলি লাগাবেন না।