scorecardresearch
 

Abhisekh Bannerjee: 'এই অভিষেক আলাদা,' ৬০ দিনের 'নবজোয়ার' সমাপ্তিতে বললেন অভিষেক

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নবজোয়ার' যাত্রার আজ শেষ দিন। কোচবিহারে শুরু হয়ে কাকদ্বীপে শেষ। তৃণমূলের জনসংযোগ যাত্রায় আজ রয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইংরেজবাজার ও শালবনীতে তিনি যোগ দিয়েছিলেন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন পাত্রসায়রে। পঞ্চায়েত ভোট ঘোষণার পর আজ একই মঞ্চে মমতা-অভিষেক।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নবজোয়ার' যাত্রার আজ শেষ দিন।
  • কোচবিহারে শুরু হয়ে কাকদ্বীপে শেষ।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নবজোয়ার' যাত্রার আজ শেষ দিন। কোচবিহারে শুরু হয়ে কাকদ্বীপে শেষ। তৃণমূলের জনসংযোগ যাত্রায় আজ রয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইংরেজবাজার ও শালবনীতে তিনি যোগ দিয়েছিলেন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন পাত্রসায়রে। পঞ্চায়েত ভোট ঘোষণার পর আজ একই মঞ্চে মমতা-অভিষেক। 

দলীয় কর্মীদের অভিষের এদিন বার্তা দেন। তিনি বলেন, 'তৃণমূল বিশুদ্ধ লোহা, যত আঘাত, তত শক্ত। আমার ৬০ দিনের উপলব্ধি, প্রকৃতির থেকেও শক্তিমান মানুষ। এই গরমে মানুষ কাতারে কাতারে যাত্রায় অংশ নিয়েছেন। ৬০ দিন আগের অভিষেক আর এই অভিষেক আলাদা। ৬০ দিনে ৪ হাজার ৫৭৮ কিমি পথ অতিক্রম করেছি। ৪টে লোকও পাইনি, যে আশির্বাদ করেনি।' 

পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে অভিষেক বলেন, সিপিএম সুপরিকল্পিতভাবে ভোটে সন্ত্রাস ঢুকিয়ে দিয়েছিল। জেলাপরিষদে আজ ১০০ শতাংশ নমিনেশন হয়েছে। তৃণমূল গণতন্ত্র ফিরেয়ে এনেছে। প্রার্থীরা নমিনেশন ফাইল করতে পেরেছে।'

আরও পড়ুন

এরপর কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, '১০ লক্ষ মানুষ নিয়ে দিল্লি যাব, মানুষের টাকা ফিরিয়ে আনব। যদি চান আচ্ছে দিন, পদ্মের পাপড়ি ঝড়িয়ে দিন।'

উল্লেখ্য, এপ্রিল মাসের শেষ সপ্তাহে যখন জনসংযোগ যাত্রা শুরু হয়েছিল, তখন ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মালদহের ইংরেজবাজারের সভা হোক বা পশ্চিম মেদিনীপুরের শালবনী- অভিষেক বন্দোপাধ্যায়ের এই কর্মসূচিকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন। এমনকি সিবিআইয়ের ডাকে অভিষেক বন্দোপাধ্যায় বাঁকুড়া থেকে কলকাতা ফেরার দিন, পাত্রসায়রে ভার্চুয়ালি সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে আজ এক মঞ্চে দু’জন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রাখছেন।


 

Advertisement

Advertisement