একের পর এক চমক দিচ্ছে শাসকদল তৃণমূল। নবজোয়ার যাত্রায় বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন বালুরঘাটের আদিবাসী মহিলাদের। বালুরঘাটে তিন আদিবাসী মহিলাকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ‘অপরাধে’ দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। এবার সেই তিনজন আদিবাসী মহিলার মধ্যে একজনকে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। দণ্ডিকাণ্ডের জন্য ভোটের আগে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল শাসকদল বলে মনে করছিল রাজনৈতিক মহল। এবার প্রার্থী করে তাক লাগালো শাসকদল।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের চকবলরামের শিউলি মার্ডিকে এবার গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল দুপুর থেকেই নিজের এলাকায় প্রচার শুরু করেছেন শিউলি। নিজে তুলি ধরে দেওয়াল লিখছেন। দণ্ডিকাণ্ডের পর আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তৃণমূল থেকে সরে গিয়েছে এমন তত্ত্ব খাড়া করেছিল বিজেপি-সহ বিরোধীরা। কিন্তু জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, দণ্ডিকান্ডের পর শিউলির ওপর দল ভরসা রেখেছে। তাই তাঁকে দল টিকিট দেওয়া হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করেছিলেন যাদেরকে দণ্ডি কাটানো হয়েছিল। প্রদীপ্তা চক্রবর্তী, মহিলা নেত্রী যার উপস্থিতিতে পুরো কাজটি প্রায় এক মাস আগে ঘটেছিল। অভিষেক যেদিন আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করেছিলেন সেদিন বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপারসনের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল প্রদীপ্তাকে।