বীরভূমের দুবরাজপুরে বালিজুড়ি গ্রামের শিবঠাকুর মণ্ডলের স্ত্রী, লিপিকা মণ্ডলকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করল তৃণমূল। শিব ঠাকুরের স্ত্রী লিপিকা এবারে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বনকাটি, ১৬৫ নম্বর সংসদ থেকে তৃণমূলের টিকিটের দাঁড়াচ্ছেন। বৃহস্পতিবার তিনি মনোনয়ন জমা দিয়েছেন বীরভূমের দুবরাজপুর ব্লক অফিসে।
বিরোধীদের অভিযোগ, এটা আদতে শিবঠাকুর মণ্ডলকে তৃণমূলের পুরস্কার। কারণ এই শিব ঠাকুর মণ্ডলই অনুব্রত মণ্ডলের নামে অভিযোগ দায়ের করেছিলেন দুবরাজপুর থানায়। যার জেরেই নাকি অনুব্রতর দিল্লি যাত্রা সাময়িক আটকে গিয়েছিল।
এদিন মনোনয়ন পেশ করার পর লিপিকা মণ্ডল জানান, তিনি তৃণমূল দলকে ভালোবাসেন। তিনি টিকিট পেয়েছেন বলেই মনোনয়ন পেশ করেছেন।
এ বিষয়ে বীরভূম জেলার সিপিআইএমের তরফে অভিযোগ করা হয়েছে, অনুব্রত মণ্ডলের নির্দেশেই তাঁর বিরুদ্ধে মামলা করানো হয়েছিল। তাই তৃণমূল এই পুরস্কার দিয়েছে। আসলে অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা আটকাতে এটা করা হয়েছিল। একই বক্তব্য বিজেপিরও।
যদিও বীরভূম জেলা তৃণমূলের দাবি, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। দল স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছে। এলাকার লোকজন যাকে যোগ্য প্রার্থী মনে করেছেন, তাকেই প্রার্থী করা হয়েছে।