scorecardresearch
 

WB Panchayat Election Results: 'কড়া ব্যবস্থা নেব,' পঞ্চায়েত-হিংসা নিয়ে আজও হুঁশিয়ারি রাজ্যপালের

পঞ্চায়েত ভোটের ফল বেরনোর আগেই আবারও হিংসা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোট গণনার পরিস্থিতির দিকে নজর রাখতে রাজ্যপাল আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং ক্যানিং সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন।

Advertisement
হাইলাইটস
  • রাজ্যপাল আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং ক্যানিং সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন
  • আবার সন্ত্রাস নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

পঞ্চায়েত ভোটের ফল বেরনোর আগেই আবারও হিংসা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোট গণনার পরিস্থিতির দিকে নজর রাখতে রাজ্যপাল আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং ক্যানিং সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন। আজ সকালে তিনি বলেন, 'বাংলায় ক্রমবর্ধমান হিংসার বিরুদ্ধে নিরলস লড়াই করা হবে। যারা হিংসা করে তাদের অভিশাপ লাগবে মানুষের। গুন্ডা ও আইন ভঙ্গকারীদের সমস্ত কর্তৃপক্ষ তাদের কড়া হাতে দমন করবে।'

তিনি আরও বলেন, 'আমরা অবশ্যই তাদের কঠোর ব্যবস্থা নেব যারা রাজনৈতিক কন্ট্রোল রুমে বসে এবং গুন্ডাদের গাইড বা রিমোট কন্ট্রোলে চালিত করে। এটি একটি সর্বাত্মক পদক্ষেপ হবে। অবশ্যই খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই হিংসা নতুন প্রজন্মের ভবিষ্যতকে প্রভাবিত করছে। আমরা বাংলাকে নতুন প্রজন্মের বসবাসের জন্য একটি নিরাপদ জায়গা করে তুলব।'

ত্রিস্তরীয় নিরাপত্তায় আজ সকাল ৮টা থেকে রাজ্যের ৩৩৯টি কেন্দ্রে পঞ্চায়েতের ভোট গণনা (Panchayat Election 2023) শুরু হয়েছে। সব গণনাকেন্দ্রেই (Panchayat Election 2023) রয়েছে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। রয়েছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী। গণনাকেন্দ্রের ভেতরে থাকবে সিসি ক্যামেরা। বাইরে ১৪৪ ধারা জারি রয়েছে। প্রতিটি গণনাকেন্দ্রে রয়েছেন একজন করে অবজার্ভার। প্রত্যেক টেবিলে রয়েছেন একজন কাউন্টিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং অফিসার এবং কাউন্টিং এজেন্ট।

আরও পড়ুন

কোন জেলায় কতগুলি স্ট্রং রুম?

আলিপুরদুয়ার- ৬ টি বাঁকুড়া- ২২ টি বীরভূম- ১৯ টি কোচবিহার- ১২ টি দক্ষিণ দিনাজপুর- ৮ টি দার্জিলিং- ৫ টি হুগলি- ১৮ টি হাওড়া- ১৪ টি জলপাইগুড়ি- ১০ টি ঝাড়গ্রাম- ৮ টি কালিম্পং- ৪ টি মালদা- ১৫ টি মুর্শিদাবাদ- ২৬ টি নদিয়া- ১৮টি উত্তর ২৪ পরগনা- ২২টি পশ্চিম বর্ধমান- ৮টি পূর্ব বর্ধমান- ২৩ টি পশ্চিম মেদিনীপুর- ২১ টি পূর্ব মেদিনীপুর- ২৫ টি পুরুলিয়া- ২০ টি দক্ষিণ ২৪ পরগনা- ২৮ উত্তর দিনাজপুর- ৮টি
 

Advertisement

Advertisement