scorecardresearch
 
Advertisement

Birbhum Panchayat Election: কেষ্টদা তিহাড়ে, তাও বীরভূমের বেশিরভাগ আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধী শিবির!

Birbhum Panchayat Election: কেষ্টদা তিহাড়ে, তাও বীরভূমের বেশিরভাগ আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধী শিবির!

অনুব্রত মণ্ডলের গড় বীরভূম। সেখানে বোমা গুলি কোনও নতুন ঘটনা নয়। তবে কেষ্ট দা এখন তিহাড় জেলে। তাও তাঁর গড়ে BJP CPIM-র হালটা দেখেছেন। পঞ্চায়েত নির্বাচনে দলগুলো প্রার্থীই দিতে পারছেন না। মানে ফাঁকা মাঠেও গোল দেওয়া গেলে না। যদিও বিরোধীরা বলছে যে তাঁদের নাকি মনোনয়ন জমাই দিতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তো ভাঙড় বা ক্যানিংয়েও শোনা গেছিল। আচ্ছা এই পরিস্থিতিতে কী অনুব্রত মণ্ডল মনে মনে হাসছেন। কারণ বীরভূমের বেশিরভাগ আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধী শিবির। তবে একটা জিনিস দেখেছেন, এবার মনোনয়ন জমা দেওয়া নিয়ে অনুব্রতর গড়ে সেই রকম গন্ডগোলের খবর পাওয়া যায়নি। মানে ভাঙড় বা ক্যানিং-এ যা হয়েছে তার কানাকড়িও বীরভূমে হয়নি। তাহলে কেন সব আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারল না, সেটাই হল প্রশ্ন। সেই উত্তর খুঁজতে গেলে আপনাদের একটু পরিসংখ্যান নিয়ে বলব।

Birbhum west bengal Panchayat Election 2023.

Advertisement