scorecardresearch
 
Advertisement

High Court On Panchayat Poll Violence: পঞ্চায়েত ভোটে কত অশান্তি হয়েছে? BSF-র থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট

High Court On Panchayat Poll Violence: পঞ্চায়েত ভোটে কত অশান্তি হয়েছে? BSF-র থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট

পঞ্চায়েত ভোটে রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর পাওয়া গিয়েছে তা নিয়ে সরব রাজনৈতিক মহলের একাংশ। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় কার্যত ছিলই না বলে দাবি করেন ভোটাররাও। এনিয়ে এবার, রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে বিএসএফের আইজি-এর রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে অধীর চৌধুরীর দায়ের করা মামলায় পঞ্চায়েত ভোটে আক্রান্তদের সরকারি চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, সোমবার কমিশনের নির্দেশে 696টি বুথে পুর্ননির্বাচন হয়েছে কিন্তু মামলাকারীরা যত বুথে অনিয়ম ও হিংসার অভিযোগ করেছেন তার সঙ্গে এই পরিসংখ্য়ানের ফারাক রয়েছে। বিরোধীদের বক্তব্য, রাজ্যের অন্তত আড়াই হাজার বুথে পুনর্নির্বাচন হওয়া উচিত।

High Court On Panchayat Poll Violence

Advertisement