বাংলায় পঞ্চায়েত ভোট হবে তো? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা যেভাবে নমিনেশনের দিন রাজ্যের দিকে দিকে অশান্তির ছবি ধরা পরেছে তাতে করে বাংলায় সুষ্টভাবে ভোট করানোটাই এখন সবথেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর আশান্তির আঁচ পেতে রাজ্যের বিরোধী দলগুলো আদালতে কেস করে। নির্বাচন ঘোষণা হওয়ার পরই জেলায় জেলায় অশান্তির ছবি ধরা পরেছে। ভাঙড়ে দেখা গিয়েছে যে মুড়ি মুরকির মত বোমা ও গুলি চলতে। আর এইসবের পর হাই কোর্টে কেস করা হয় যে রাজ্য পুলিশ দিয়ে নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। হাই কোর্ট তাতে মান্যতা দেয়। আর সেই কেসের বিরোধীতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। সেখানেও বড়সড় ধাক্কা খায় রাজ্য। জানিয়ে দেওয়া হয় যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে।
New ‘crisis’ in Bengal: After HC pulls up poll panel chief, Governor refuses to accept his joining letter.