scorecardresearch
 
Advertisement

Panchayat Election 2023 in Nadia: ইশারায় ভোট চাইছেন ‘মৌনীবাবা’ পঞ্চায়েত প্রার্থী

Panchayat Election 2023 in Nadia: ইশারায় ভোট চাইছেন ‘মৌনীবাবা’ পঞ্চায়েত প্রার্থী

রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তির ঘটনা দেখেছে গোটা বাংলা। কোথাও মুড়ি-মুড়কির মত বোমা তো কোথাও আবার গুলি, ইঁট বৃষ্টি। তাতে প্রাণও গেছে বহু মানুষের। ভোট টানতে শাসক-বিরোধী রোজ বাড়ছে গলার জোর। জনপ্রতিন্বিধিরা মনে করেন যে চিৎকার করে, মাইক বাজিয়ে ভোট না চাইলে তো কেউ ভোট দেবে না। কিন্তু প্রার্থী ভালো হলে যে চিৎকার, প্রচারের বেশি দরকার হয়না তা প্রমাণ করলেন তরুণ সাহা। তরুণ সাহা নবদ্বীপ বিধানসভার বাসিন্দা। এবারের পঞ্চায়েত ভোটে তিনি পঞ্চায়েত প্রার্থী হিসাবে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন। তিনি চারবারের জেতা প্রার্থী। পঞ্চমবারও তিনি দাঁড়িয়েছেন। এবারের ভোটে তিনি কিন্তু অন্য সমস্ত প্রার্থীর থেকে নিজেকে আলাদা প্রমাণ করেছেন। কেন বলুন তো? তিনি নিজের প্রচার সারছেন ঠিকই, কিন্তু মুখে কোনো কথা নেই। মানে মৌনব্রত বা চুপ থেকে প্রচার করছেন। ভাবছেন তো এ আবার কীভাবে সম্ভব। সম্ভব মশাই, সম্ভব। 135 নম্বর বুথের তৃণমূল প্রার্থী তরুণ সাহা নিজে মৌনব্রত পালন করলেও প্রচারে তার সহযোগীরাই তরুণ সাহার হয়ে ভোট ভিক্ষে চাইছে। তরুণ বাবুর সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা গ্রামগঞ্জের মানুষের মধ্যে রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন। তাঁর প্ল্যাকার্ডে লেখা, আজ বৃহস্পতিবার। মৌনব্রত নিয়ে প্রচারে বেরিয়েছি। আপনাদের আশীর্বাদই একমাত্র কাম্য। জোড়া ফুল চিহ্নে ভোট দিন। সঙ্গে রয়েছে রাজ্য সরকারের প্রকল্পের পোস্টার।

Panchayat Election 2023 in Nadia.

Advertisement