ভোট হয়েছে, বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। এবার গণনার পালা। ব্যালট বক্স এখন স্ট্রং রুম কড়া নিরাপত্তায় রাখা। দাঁড়ান দাঁড়ান, নিরাপত্তা সব জায়গাতে রয়েছে এটা ভাববেন না। কারণ উলুবেড়িয়ায় স্ট্রং রুমে ঢুকে পড়েছেন খোদ বিধায়ক। এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। আজব এই ঘটনা ঘটেছে, উলুবেড়িয়ার 2 নম্বর ব্লকের স্ট্রং রুমে। ওই স্ট্রং রুমে রাখা ছিল উলুবেড়িয়া দু নম্বর ব্লকের বিভিন্ন বুথের ব্যালট বাক্স। বিরোধীদের অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে সেখানেই লোকজন নিয়ে ঢোকেন এলাকার বিধায়ক নির্মল মাজি। আঁটোসাটো নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন জনপ্রতিনিধি স্ট্রং রুমে ঢুকলেন, এই নিয়েই প্রশ্ন তুলে বিক্ষোভে সরব হয়েছেন বিভিন্ন বিরোধী দলের নেতা-কর্মীরা। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ সমস্ত দলের কয়েক হাজার কর্মী-সমর্থক স্ট্রংরুমের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে।
Panchayat Election 2023 in Uluberia.