scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee: চোপড়া-ভাঙড়ের হিংসার ঘটনায় তৃণমূল দায়ী নয়, জানালেন মমতা

Mamata Banerjee: চোপড়া-ভাঙড়ের হিংসার ঘটনায় তৃণমূল দায়ী নয়, জানালেন মমতা

উত্তর দিনাজপুরের চোপড়ায় সিপিএম কর্মীর মৃত্যুর ঘটনায় তৃণমূল যুক্ত নয়। বৃহস্পতিবার একথা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভাঙড়ের হিংসার ঘটনায় নাম না করে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে কাঠগড়ায় তুললেন। এ দিন মমতা বলেন,'ইসলামপুর ও চোপড়ার ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই যুক্ত নয়। যারা করেছে তাদের টিকিট দিইনি। মনে রাখবেন, তারা গতকাল পর্যন্ত টিকিট চেয়েছিল। তাদের কার্যকলাপে সন্তুষ্ট নয় বলে টিকিট দিইনি। ৯৯ শতাংশ ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা দেখে মনোনয়ন দিয়েছি। চোপড়ায় নিজেদের মধ্যে ঘটনা ঘটেছে। দল যুক্ত নয়। কড়া পদক্ষেপ করতে বলেছি পুলিশকে।'

Advertisement