scorecardresearch
 
Advertisement

Panchayat Election: স্ত্রী পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর জেরে সংসারে আগুন, হয় রাজনীতি করো, নয় সংসার ছাড়ো

Panchayat Election: স্ত্রী পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর জেরে সংসারে আগুন, হয় রাজনীতি করো, নয় সংসার ছাড়ো

শুনলেন? হয় রাজনীতি করো, নয় সংসার ছাড়ো। স্ত্রী পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর জেরে সংসারে আগুন। মানে বিয়ে ভাঙতে বসেছে। আর স্ত্রী ভোটে লড়াই করার জন্য বিয়ে ভাঙতে মড়িয়া স্বামী। বুঝুন কাণ্ড। পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর জেরে কার্যত বিবাহবিচ্ছেদে হতে যাচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে। হয় তৃণমূলের হয়ে ভোটে লড়াই করুক, নতুবা নির্বাচনী ময়দান ছেড়ে স্বামীর সংসারে ফিরে আসুক। দুটোর মধ্যে যে কোনও যেকোনো একটা পথ বেছে নিতে হবে।আর এই ঘটনা হুগলির খানাকুলের দু নম্বর ব্লকের রাজহাটি 1 নং গ্রাম পঞ্চায়েতের হিরাপুর গ্রামের। সেখানে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন তাপসী দলুই। আর প্রার্থী হওয়ার পর থেকেই সংসারে অশান্তি। স্বামী শ্যামল দোলুই পরিষ্কার করে জানিযে দিয়েছেন যে- স্ত্রী রাজনীতি করতে গেলে তিনি 15 বছরের বিয়ের সম্পর্ক ভেঙে দেবেন। তিনি কোনওভাবে সংসার তাঁর সঙ্গে করবেন না।

Panchayat Election on Hooghly.

Advertisement