সমর্থন করেন জোটকে সেই জন্য প্রায় 7 দিন ফলের দোকান বন্ধ করে রাখতে হল বিক্রেতাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি মুর্শিদাবাদের রানিনগরের গোধনপাড়া গ্রামের। অভিযোগ, রানিনগরের গোধনপাড়া বাজারে যে সমস্ত ফল বিক্রেতা TMC ছাড়া অন্য দলকে সমর্থন করে সেই সমস্ত দোকান বন্ধ করে দেয় শাসকদলের দুষ্কৃতীরা। এমনকি থানাতে না জানানোর জন্য হুমকিও দেয়। এক ফল বিক্রেতা তাদের দাবি সমর্থন না করলে তাঁর দোকান বন্ধ করে দেওয়া হয় প্রায় এক সপ্তাহ আগে। মঙ্গলবার, 11 জুলাই পঞ্চায়েত ভোটের ফল বেরোনোর পর জোটের পাল্লা ভারী হলে বুধবার, 12 জুলাই দোকান খোলার সাহস পান। দোকান খুলেই দেখা যায় দোকানের ভিতরে রাখা আম, আনারস, বেদনা- সহ বিভিন্ন ফল নষ্ট হয়ে গিয়েছে। প্রায় 20 থেকে 25 হাজার টাকার ফল নষ্ট হয়ে যায় বলে জানান দোকানদার।
WB Panchayat Result 2023 in Murshidabad.