ভোটের নির্বাচনের পরেও হিংসা অব্যাহত কুলপি তে। ISF-TMC সংঘর্ষে গুরুতরভাবে আহত ISF সদস্যের স্বামী-সহ বেশ কয়েক জন। ঘটনাটি কুলপির ভুলার চক এলাকার। মঙ্গলবার, 11 জুলাই বুলার চক এলাকার ISF প্রার্থী মাজিদা লস্কর ভোটে জয়লাভ করেন। এর পরই বিজয় মিছিল করে আসার সময় TMC আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় তাঁদের উপর। অভিযোগ ISF প্রার্থীর। বাঁশ, রড থেকে শুরু করে বোমাবাজি করে TMC আশ্রিত দুষ্কৃতীরা। যার জেরেই ISF প্রার্থীর স্বামী -সহ বেশ কয়েকজন আহত হয় বোমার আঘাতে। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে কুলপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ISF প্রার্থীর স্বামীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ISF প্রার্থীর অভিযোগ, তাঁর স্বামীকে বাঁশ রড দিয়ে আঘাত করে TMC আশ্রিত দুষ্কৃতীরা। বোমাবাজিও করে তারা। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তবে TMC-র পক্ষ থেকে জানানো হয়েছে এমন কোনও ঘটনা ঘটেনি। তারা নিজেদের মধ্যেই গণ্ডগোলে জড়িয়ে পড়ে। অন্যদিকে আবার কুলপির রমজান নগর এলাকায় ISF কর্মীদের আক্রমণে গুরুতরভাবে আহত হয় তিনজন পুলিশকর্মী। কুলপির রমজান নগর এলাকায় নির্বাচন মিটেই অশান্তি সৃষ্টি হয়। আর তা সামলাতে গিয়েই আহত হন কুলপি থানার তিনজন পুলিশ কর্মী। তবে এই ঘটনায় বেশ কয়েকজন ISF কর্মীকে গ্রেপ্তার করে কুলপি থানার পুলিশ।
WB Panchayat Result 2023 in South 24 Parganas.