scorecardresearch
 
Advertisement

West Bengal Panchayat Election 2023:পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা নেওয়া শেষ দিন, সবাইকে পিছনে ফেলে প্রথমস্থানে তৃণমূল,দ্বিতীয় বিজেপি, তৃতীয় স্থানে সিপিএম, চতুর্থ কংগ্রেস

West Bengal Panchayat Election 2023:পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা নেওয়া শেষ দিন, সবাইকে পিছনে ফেলে প্রথমস্থানে তৃণমূল,দ্বিতীয় বিজেপি, তৃতীয় স্থানে সিপিএম, চতুর্থ কংগ্রেস

পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা নেওয়া শেষ দিন 15 জুন, বৃহস্পতিবার। সবাইকে পিছনে ফেলে প্রথমস্থানে তৃণমূল,দ্বিতীয় বিজেপি, তৃতীয় স্থানে সিপিএম, চতুর্থ কংগ্রেস। প্রথমেই জানিয়ে রাখি- নির্বাচন কমিশনে তথ্য অনুযাহী, রাজ্যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 3 হাজার 317 টি, পঞ্চায়েত সমিতি 341 টি এবং জেলা পরিষদের সংখ্যা 20 টি। মোট ভোটার 5 কোটি 67 লক্ষ 21 হাজার 234। নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত পঞ্চায়েতের ত্রিস্তরে মোট এক লক্ষ 62 হাজার 655টি মনোনয়ন জমা পড়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। কিন্তু বুধবার পঞ্চমদিনে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, TMC বুধবার পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছে 49 হাজার 491টি। দ্বিতীয় স্থানে বিজেপি। তারা পঞ্চম দিনে মোট 46হাজার 308 টি মনোনয়ন জমা করেছে। তৃতীয় স্থানে সিপিএম। তারা এই পাঁচ দিনে 38 হাজার 39 টি মনোনয়ন জমা করেছে। চতুর্থ স্থানে থাকা কংগ্রেস এই পাঁচ দিনে মনোনয়ন জমা দিয়েছে মোট 11 হাজার 823টি। তবে, জেলা পরিষদের মনোনয়ন জমা দেওয়ার নিরিখে তৃণমূল- বিজেপির মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই দেখা গেল। শাসক দলের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি। জেলা পরিষদে তৃণমূল মোট 418 টি মনোনয়ন জমা করেছে। বিজেপি 759 এবং সিপিএম 727-এর থেকে তারা অনেকটাই পিছিয়ে। পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি মোট 6 হাজার 786 টি মনোনয়ন জমা দিয়েছিল। সেখানেও শাসকদল 6 হাজার 58 পিছিয়ে। তবে, গ্রাম পঞ্চায়েতে সকলকে পিছনে রেখে এগিয়ে রইল। মোট 43 হাজার 15টি মনোনয়ন জমা পড়ে।

West Bengal: 93,425 nominations filed for panchayat poll.

Advertisement