scorecardresearch
 
Advertisement

West Bengal Panchayat Election 2023: ভোটে মৃত্যু কত? রাজীব সিনহা বলছেন 'রিপোর্ট পাইনি’

West Bengal Panchayat Election 2023: ভোটে মৃত্যু কত? রাজীব সিনহা বলছেন 'রিপোর্ট পাইনি’

পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত কত জনের মৃত্যু হয়েছে? প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীভ সিনহা বললেন- এখনও পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। একইসঙ্গে তিনি বলেন, 65-70% ভোট পড়েছে। মঙ্গলবার গণনার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার নির্বাচন কমিশন অফিস থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এই কথাই বললেন রাজীভ সিনহা। হিংসা, হানাহানি, রক্ত ঝরিয়ে শেষ হয়েছে বাংলার পঞ্চায়েত ভোট। এবার ফল ঘোষণার পালা। মঙ্গলবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে সোমবার ঘড়িতে ঠিক রাত 9টা। সেইসময় অফিস থেকে বেরচ্ছিলেন রাজীভ সিনহা। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের বলেন, মঙ্গলবারের জন্য কমিশন সর্বতোভাবে প্রস্তুত। সোমবার 696টি বুথে পুনর্নির্বাচন ছিল। নির্বাচন কমিশনার জানানা, 65 থেকে 70 শতাংশ রিপোলিংও শেষ হয়ে গিয়েছে। তবে ভোটপর্বে মৃত্যু নিয়ে চূড়ান্ত সংখ্যা জানতে চাওয়া হলে সে জবাব দিতে পারেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বলেন, অফিশিয়াল রিপোর্ট এখনও হাতে পাননি তারা। রবিবার রাত পর্যন্ত 10 জনের মৃত্যুর কথা জানিয়েছে কমিশন। আর ভোটের দিন দিকে দিকে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনা সামনে আসে। সোমবার সকালেও পূর্ব বর্ধমান, কোচবিহারেও মৃত্যুর খবর এসেছে। কমিশনের খাতায় ভোটের মৃত্যু এখনও অবধি 10 থাকলেও বেসরকারি হিসাব বলছে এই সংখ্যাটা অনেকটাই বেশি। ভোটেরে দিনেই প্রায় 20 জনের মতো মৃত্যু হয়েছিল। আর ভোট পূর্ববর্তী হিংসার হিসাব ধরলে সংখ্যা আরও বাড়বে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ইতিমধ্যেই ভোটের হিংসা নিয়ে সিবিআই তদন্তের সুর তুলেছেন। সোমবার তিনি বলেন, মৃত্যুর মিছিল থামার নেই। 41 জন মানুষের গণতন্ত্রের উৎসবে মৃত্যু হয়েছে। এতো অস্ত্র কোথা থেকে এল, আমরা এনআইএ তদন্ত চাইব। এত মানুষের মৃত্যুর জন্য সিবিআই তদন্ত দাবি করব। ভোটের ফলাফলের পর এই অশান্তির আঁচ কোথা থেকে কোথায় পৌঁছয় এখন সেটাই দেখার।

West Bengal Panchayate Election Result 2023.

Advertisement