জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। শনিদেব সকলের কর্ম অনুসারে ফল দেন।
নতুন বছর ২০২৪ সালে শনিদেব প্রায় ৩ বার তাঁর গতি পরিবর্তন করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
বর্তমানে শনির সঙ্গে মকর, কুম্ভ ও মীন রাশিতে অবস্থান করছেন। সেই সঙ্গে কর্কট ও বৃশ্চিকের ধাইয়া চলছে।
আগামী ২০২৫ সালের ২৯ জুলাই শনি কুম্ভ রাশি ছেড়ে মীনে প্রবেশ করবে। ১১ ফেব্রুয়ারি ২০২৪-এ শনি কুম্ভ রাশিতে অস্তমিত হবে। তারপর ফের ১৮ মার্চ উদিত হবে। এরপ ২৯ জুন শনি বিপরীতমুখি হবে।
এর ফলে একাধিক রাশিতে শুভ প্রভাব পড়তে চলেছে। আসুন জেনে নেওয়া যাক, শনির অবস্থান পরিবর্তনের কারণে ২০২৫ সাল নাগাদ কোন রাশির জাতকদের সুসময় আসতে চলেছে।
মেষ রাশি- ২০২৫ সাল পর্যন্ত মেষ রাশির জাতকদের উপর শনির আশীর্বাদ থাকবে। মেষ রাশির জাতকরা শনির কৃপায় আর্থিক সুবিধা
পাবেন। ব্যবসা এবং কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে। ২০২৫ সালে কোনও বড় খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি- ২০২৫ সাল নাগাদ সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবনে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির যাঁরা বিয়ের চেষ্টা করছেন, তাঁরা ২০২৫ সালে সুখবর পেতে পারেন। বহুদিন ধরে যাঁরা কোনও লক্ষ্য অর্জনের জন্য কষ্ট করছেন, তাঁদের অবশেষে সাফল্য মিলতে পারে।
তুলা রাশি- আগামী বছর তুলা রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় আকস্মিক ধন লাভ করতে পারেন। ব্যবসা দ্রুত উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি অর্থ উপার্জন এবং সঞ্চয়ের যোগ রয়েছে।
মকর রাশি- ২০২৫ সাল নাগাদ, মকর রাশির জাতক জাতিকারা মানসিক চাপ থেকে অনেকটাই মুক্ত হবেন। তবে শুধু শত্রুদের বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। কর্থাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। সেটা করলে সহজেই অন্যদের মন জয় করতে পারবেন। শুধু তাই নয়, ২০২৫ সালে কর্মজীবনেও নতুন নতুন সুযোগ পাবেন।