2024 Lucky Zodiac Signs: আর মাত্র কয়েক মাস। ২০২৩ শেষের দিকে। এই বছরটা বেশ কিছু রাশির দারুণ যাচ্ছে। তেমনই আবার গ্রহের অবস্থানের কারণে কিছু রাশির সময়টা মোটেও ভাল যাচ্ছে না। তবে চিন্তা নেই। ২০২৪ সালেই বেশ কিছু রাশির পরিস্থিতিতে বদল আসতে চলেছে। সেই কারণে ২০২৩-এর তুলনায় ২০২৪ অনেকটাই ভাল কাটবে পাঁচটি রাশির। রাতারাতি আয়, রোজগার হয় তো বাড়বে না। ক্রাশ এসে হয় তো প্রেম প্রস্তাব দেবে না। কিন্তু ২০২৩-এ যে কঠিন অবস্থা গিয়েছে, সেটি ২০২৪-এ আর থাকবে না এই ৫ রাশির। তাই আগের তুলনায় তাঁদের সময় বেশ ভাল যাবে। চেষ্টা-চরিত্র করলে, পরিশ্রম করলে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক, কোন ৫ রাশির ২০২৪ সাল অনেক ভাল যাবে।
বৃশ্চিক রাশি- এই রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে। সেপ্টেম্বর ২০২৩-এর শুরু থেকেই তাঁদের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। ব্যক্তিগত, পারিবারিক সম্পর্কে অবনতি, দাম্পত্য কলহ, কাজে বাধা আসছে। তবে চিন্তা নেই। ২০২৪ সালটা আপনাদের জন্য শুভ হতে চলেছে। বিশেষত কেরিয়ারের দিক থেকে পরিস্থিতি একেবারে অনুকূল থাকবে। প্রেমের সম্পর্কও নতুন করে শুরু হবে। বর্তমানে যে ডিপ্রেশন চলছে, সেটিও ২০২৩ সালের শেষ থেকে ধীরে ধীরে কেটে যাবে।
মেষ রাশি- একাধিক জ্যোতিষ বিশেষজ্ঞের গণনা অনুযায়ী, ২০২৪ সালটা মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। চাকরি বা ব্যবসায় উন্নতির যোগ। পড়াশোনায় মন বসবে। টাকাপয়সা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। খালি খরচ একটু বুঝেশুনে করলেই হল।
গণনা অনুযায়ী, ২০২৪ সালে মেষ রাশির বৃহস্পতি ও শনি সহায় থাকবে। ফলে আর্থিক দিকটি দৃঢ়ই থাকবে বলা যায়। পরিশ্রম করলে দ্রুত ভাল ফল পাবেন। খালি একটি বিষয় মাথায় রাখবেন, কর্মক্ষেত্রে, পরীক্ষায় বা ব্যক্তিগত সম্পর্কে সততা বজায় রাখবেন। নয় তো শনিদেব রুষ্ট হতে পারেন। সেক্ষেত্রে বিরূপ কর্মফল পেতে পারেন।
কন্যা রাশি- ২০২৪ সালটা কন্যা রাশিরও বেশ ভাল কাটবে। ২০২৩-এর মাঝামাঝি সময় থেকে কন্যা রাশির পারিবারিক পরিস্থিতি অতটা অনুকূল নয়। ইচ্ছার বিরুদ্ধেও কিছু কাজ করতে, সিদ্ধান্ত নিতে হয়েছে। সেই পরিস্থিতি দূর হবে। দাম্পত্য জীবন ভাল থাকবে। প্রেমের সম্পর্কে শান্তি বজায় থাকবে। একটু নিয়ন্ত্রণ রাখলেই টাকা সঞ্চয় করতে পারবেন।
কন্যা রাশির চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্যও ২০২৪ সালটি শুভ।
কুম্ভ রাশি- পরিশ্রম করুন। ফলের কথা ভাবতেও হবে না। আর তাহলেই আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। ২০২৪ সালে এমনই 'মোটো' নিয়ে চলতে হবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের।
২০২৪ সাল কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পারিবারিক জীবনের জন্য অত্যন্ত শুভ। গৃহে শান্তি বজায় থাকবে। তাছাড়া আগামী বছরে কোনও বড় সম্পত্তিতে বিনিয়োগেরও যোগ রয়েছে কুম্ভ রাশির।
তুলা রাশি- ২০২৪ সাল তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। বড় কোনও সম্পত্তিতে বিনিয়োগ হতে পারে। কর্মের দিক থেকে নতুন বছর তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল। ফলে পরিশ্রম, অধ্যাবসায় থাকলে ফল পেতে বাধ্য। কেরিয়ার, ব্যবসার পথে বাধা কম আসবে। তাছাড়া যাঁদের স্বাস্থ্যে গত ২ বছরে কিছুটা অবনতি হয়েছে, তাঁদেরও পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।