scorecardresearch
 

Lucky Zodiacs 2025: ২০২৫ সালে আয় বাড়বে এই ৩ রাশির, রাহু-কেতুর কৃপায় ভাগ্য বদল

জ্যোতিষ মতে, ২০২৫ সালের মে মাসে রাশি বদলাবে রাহু ও কেতু। এর প্রভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। আয় বাড়বে এই ৩ রাশির। জেনে নিন...

Advertisement
২০২৫ সালে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। ২০২৫ সালে কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, ২০২৫ সালের মে মাসে রাশি বদলাবে রাহু ও কেতু।
  • লাভবান হবেন ৩ রাশির জাতকরা।
  • আয় বাড়বে এই ৩ রাশির।

জ্যোতিষ মতে, ২০২৫ সালের মে মাসে রাশি বদলাবে রাহু ও কেতু। এর প্রভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। আয় বাড়বে এই ৩ রাশির। জেনে নিন...

মিথুন রাশি (Gemini): 

ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন জাতকরা। ব্যবসায় সাফল্য আসবে।

আরও পড়ুন

মীন রাশি (Pisces):

কপাল খুলতে পারে মীন রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। চাকরিতে সাফল্য আসবে। ব্যবসা লাভজনক হবে। অর্থলাভের যোগ রয়েছে। 

মকর রাশি (Capricorn): 

শুভ প্রভাব পড়বে মকর রাশির জাতকদের জীবনে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পরিশ্রমের ফল পাবেন। সম্পদ লাভের যোগ রয়েছে। আচমকা অর্থলাভ হতে পারে।

জ্যোতিষ মতে, বাংলার অগ্রহায়ণ মাসে বুধ ও সূর্যের চালে শুভ প্রভাব পড়বে। চাকরি-ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে। লাভবান হবেন ২ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৭ ডিসেম্বর রাশি বদলাবে মঙ্গল। পিছিয়ে যাবে এই গ্রহ। এর প্রভাবে কপাল খুলবে তুলা, কন্যা এবং মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২০২৫ সালে কুম্ভ রাশিতে যাত্রা শেষ করে মীন রাশিতে প্রদেশ করবে শনি। বেশ কয়েকটি রাশির সাড়ে সাতি দশা শেষ হয়ে যাবে। শনির চালে নতুন বছরে মেষ, বৃষ ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২০২৫ সালে রাশি বদলাবে রাহু ও কেতু। এর ফলে ৩ রাশির জাতকদের বিশাল উন্নতি হবে। চাকরি-ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে মেষ, বৃশ্চিক এবং মকর রাশির জাতকদের।
 

Advertisement