বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেক গ্রহের আলাদা গুরুত্ব তৈরি করা হয়েছে। জেনে রাখুন গ্রহের গোচর সব ১২টি রাশির জীবনের ওপর প্রভাব বিস্তার করে। ১ সেপ্টেম্বর অর্থাৎ এখন থেকে ২৪ ঘণ্টা পর চন্দ্রমা বুধের রাশি কন্যাতে প্রবেশ করতে যাচ্ছে। এরকম অবস্থায় কন্যা রাশিতে চন্দ্র কিছু রাশির ওপর ভাল প্রভাব দেখাবে। জানুন কোন রাশির লাভ হবে। শাস্ত্রে চন্দ্রমাকে মা, মানসিক স্থিতি, মনোবল, যাত্রা, ধন-সম্পত্তি, সুখ-শান্তি, চোখ, ভাবনা, কল্পনার কারক বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে যাঁদের জন্মছকে চাঁদের অবস্থান মজবুত হয়, সেই ব্যক্তি ধনী ও দীর্ঘায়ু হয়। জানুন চন্দ্রের গোচরে কোন কোন রাশির লাভদায়ক হতে চলেছে।
ধনু রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, চন্দ্রের কন্যা রাশিতে প্রবেশ ধন রাশির জাতকদের জন্য কোনও বরদানের থেকে কম কিছু নয়। এই সময় ঘর-পরিবারে উৎসবের আবহ থাকবে। কর্মক্ষেত্রে ব্যক্তির পদোন্নতির যোগ রয়েছে। আর্থিক অবস্থানও খুব ভাল থাকবে। ব্যক্তির অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। স্বাস্থ্য সমস্যা থেকে স্বস্তি মিলবে। সমাজে মান-সম্মান বাড়বে ও জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
মীন রাশি
মীন রাশির জাতকদের সেপ্টেম্বর মাস দারুণ যাবে। এই সময় কর্মক্ষেত্রে যেটা চাইবেন সেটাই পাবেন। মান-সম্মান বাড়বে। পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি হবে ও ব্যবসা প্রসারিত হবে। পরিবারে এই সময় সুখের পরিবেশ থাকবে। তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটু সাবধানে থাকতে হবে।
কুম্ভ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কুম্ভ রাশির জাতকদের চন্দ্রমার গোচর খুব লাভদায়ক হবে। এই সময় বিনিয়োগ করলে লাভবান হবেন। ব্যবসা এই সময় প্রসার হবে। চাকরির নতুন সুযোগ পাবেন। সঞ্চয় করতে সফল হবেন। মনের সব ইচ্ছা পূরণ হবে।