নতন বছর ২০২৫ শুরু হতে আর কিছু সময়ই বাকি আছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বছরের প্রথমেই গ্রহ ও নক্ষত্রের অবস্থানে বেশ অদল বদল হতে চলেছে। সবার আগে দেবতাদের গুরু বৃহস্পতি বক্রী অবস্থায় বৃষ রাশিতে বিরাজ করবে। এরকম অবস্থায় কিছু রাশির জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। অপরদিকে গ্রহের সেনাপতি মঙ্গলও বক্রী অবস্থায় থাকবেন। এরকম অবস্থায় মঙ্গল তার নিজের নীচ রাশি কর্কটে বিরাজ করবে। এরকম অবস্থায় কিছু রাশির জাতকদের ওপর নেতিবাচক প্রভাব বহুগুণ বেড়ে যাবে। আসুন জেনে নিন সেই রাশিগুলো কারা।
মেষ রাশি
এই রাশিদের গুরু ও মঙ্গল চতুর্থ ঘরে বক্রী অবস্থায় থাকবে। এরকম অবস্থায় এই জাতকদের সুখ-সুবিধা ও আনন্দে ভাঁটা পড়বে। ঘর-পরিবার সম্পর্কিত সমস্যা সামনে আসতে পারে। কেরিয়ার ক্ষেত্রের বিষয়ে চাকরি নিয়ে একটু চিন্তায় থাকবেন। মানসিক অশান্তিও বাড়বে। ব্যবসার ক্ষেত্রেও যে কোনও রণনীতি বুঝেশুনে তৈরি করুন নয়তো অসুবিধায় পড়বেন। নয়কো অর্থ সঙ্কট দেখা দেব। আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। সঙ্গীর সঙ্গে কম কথাবার্তা হতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু সজাগ থাকতে হবে।
বৃষ রাশি
এই রাশির ক্ষেত্রে নতুন বছর একটু সামলে থাকতে হবে। চাকরিতে ট্রান্সফার হতে পারে। তবে সেটা আপনার ইচ্ছা মতো না হওয়ায় সমস্যা বাড়বে। ব্যবসায় এই সময় কোনও রণনীতি কাজে দেবে না। লোকসান হতে পারে। আর্থিক পরিস্থিতি একেবারে দুর্বল হয়ে যাবে। এর ফলে আপনার অর্থ সঙ্কট দেখা দিতে পারে।
সিংহ রাশি
২০২৫ সালে এই রাশির সমস্যা বাড়বে। জীবনে বেশ কিছু কঠিনতা সামনে আসবে। যার প্রভাব আপনার কাজের মানের ওপর পড়তে পারে। চাকরিতে অধিক চাপ বাড়তে পারে। চাকরি বদলানোর কথাও ভাবতে পারেন। ব্যবসায় লোকসান হতে পারে। ভাগ্য সঙ্গ না দেওয়ার কারণে আপনি চিন্তিত থাকবেন। প্রেমের সম্পর্ক নিয়ে অশান্তি বাড়বে। এমনকী সম্পর্ক ভাঙা পর্যন্ত যেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)