scorecardresearch
 

Surya-Shani Yuti 2025: আগামী বছরের শুরুতেই মহা বিপদ আনবে সূর্য-শনি, দুই শত্রু গ্রহ ৩ রাশির সঙ্কট বাড়াবে

Surya-Shani Yuti 2025: নতুন সাল শুরু হতে আর মাত্র কদিনই বাকি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ২০২৫ সালে বেশ কিছু গ্রহ গোচর করতে চলেছে। যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা দেবে। ২০২৫ সালের শুরুর দিকে দুই বড় শত্রু গ্রহ সূর্য ও শনির যুতি দেখা যাবে। সূর্য-শনির যুতি কুম্ভ রাশিতে হবে।

Advertisement
২০২৫ সালের আনলাকি রাশি ২০২৫ সালের আনলাকি রাশি
হাইলাইটস
  • নতুন সাল শুরু হতে আর মাত্র কদিনই বাকি।

নতুন সাল শুরু হতে আর মাত্র কদিনই বাকি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ২০২৫ সালে বেশ কিছু গ্রহ গোচর করতে চলেছে। যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা দেবে। ২০২৫ সালের শুরুর দিকে দুই বড় শত্রু গ্রহ সূর্য ও শনির যুতি দেখা যাবে। সূর্য-শনির যুতি কুম্ভ রাশিতে হবে। বৈদিক জ্যোতিষ অনুসারে, সূর্য আত্মা, ক্ষমতা, বাবা ও মান-সম্মানের প্রতীক আর শনিদেব কর্ম ও ন্যায়ের প্রতীক। ধার্মিক বিশ্বাস অনুসারে, পিতা-পুত্র হওয়ার পরও এই দুই গ্রহ একে-অপরের শত্রু। এইজন্য এঁদের যুতির প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা দেবে। তবে কিছু রাশির লোকসান হতে চলেছে। তাই আগামী বছর একটু সামলে চলতে হবে তাঁদের। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের সূর্য-শনির যুতি মিশ্র পরিণাম দেবে। এই সময় মিথুর জাতকদের সহকর্মীদের থেকে সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে কেউ আপনার সুযোগ নিয়ে নিজেকে ভাল দেখানোর চেষ্টা করবে। বাড়িতে ঝগড়া হতে পারে। তাই রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন। অশান্তি-বিবাদ থেকে দূরে থাকুন। প্রেমের জীবনে সমস্যা দেখা দিতে পারে। লেনদেন করুন সাবধানে। অর্থ লোকসান হতে পারে। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের এই যুতি থেকে সাবধানে থাকতে হবে। এই সময় নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। অপ্রয়োজনীয় রাগ ও অশান্তি থেকে দূরে থাকুন। যে কোনও ঝগড়া থেকেই দূরে থাকুন, নয়তো সমস্যা বাড়তে পারে। এই সময় আপনার মন একটু বিচলিত থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া-অশান্তি হতে পারে। কথাবার্তা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। কঠিন পরিস্থিতি আসতে পারে। 

আরও পড়ুন

তুলা রাশি
তুলা রাশিদের প্রেম ও দাম্পত্য জীবন টালমাটাল হতে পারে। যদি কোনও সমস্যা হয়, তাহলে কথাবার্তা বলে মিটিয়ে নিন। এই রাশির মন অশান্ত থাকবে। ব্যবসায় কঠিনতা আসতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তন আপনাকে দুঃশ্চিন্তায় ফেলবে। আর্থিক সঙ্কট আসতে পারে। জীবনসঙ্গী ও বাবার স্বাস্থ্য খারা হতে পারে। 

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Advertisement